Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » যুক্তরাজ্যের নতুন ‘ডিউক অব এডিনবরা’ প্রিন্স এডওয়ার্ড




যুক্তরাজ্যে নতুন ডিউক অব এডিনবরা হিসেবে প্রিন্স এডওয়ার্ডের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বাকিংহাম প্যালেস এক ঘোষণায় একথা নিশ্চিত করেছে। খবর বিবিসির। হাসিমুখে সবার সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করছেন প্রিন্স এডওয়ার্ড। ছবি: বিবিসি রাজা তৃতীয় চার্লস তার প্রয়াত বাবা প্রিন্স ফিলিপ এর 'ডিউক অব এডিনবরা' উপাধিতে ভূষিত করেছেন ভাই এডওয়ার্ডকে। রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের ইচ্ছাকে সম্মান জানিয়ে এডওয়ার্ডকে তার ৫৯তম জন্মদিনে এই পদবি দেয়া হয়েছে বলে জানা গেছে। আরও পড়ুন: যুক্তরাজ্যের নতুন শরণার্থী পরিকল্পনা ‘খুবই উদ্বেগজনক’: জাতিসংঘ প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করার সময় ডিউক অব এডিনবরা পদবিটি পেয়েছিলেন। এলিজাবেথ পরে ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ হন। ২০২২ সালে মারা যান রানি। আর ২০২১ সালে মারা যান প্রিন্স ফিলিপ। তিনি ৭০ বছর ধরে ডিউক অব এডিনবরা ছিলেন। ফিলিপের মৃত্যুর প্রায় দুইবছর পর তার ছোট ছেলে প্রিন্স এডওয়ার্ড নতুন ডিউক অব এডিনবরা হলেন। আরও পড়ুন: রাজা চার্লসকে মাখানো হবে জেরুজালেমের জলপাই তেল ব্রিটিশ রাজ সিংহাসনের ১৩তম উত্তরসূরি হিসেবে আগামী মে মাসে আনুষ্ঠানিকভাবে অভিষেক হওয়ার কথা রয়েছে প্রিন্স এডওয়ার্ডের। এরপরই তিনি হবেন নতুন ডিউক এবং তার স্ত্রী সোফি হবেন ডাচেস অব এডিনবরা। ক্যারিয়ারের শুরুর দিকে থিয়েটার এবং টিভি প্রোডাকশনে কাজ করতেন প্রিন্স এডওয়ার্ড। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রাজদায়িত্ব পালনে মনোযোগী হন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply