Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ক্রাইস্টচার্চে লঙ্কানদের সামনে অস্বস্তিতে নিউজিল্যান্ড




নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ। ছবি : শ্রীলঙ্কান ক্রিকেট টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। তার ওপর ঘরের মাঠে ভয়ংকর শক্তিশালী। কিন্তু সেই নিউজিল্যান্ডকেই তাদের মাটিতে অস্বস্তিতে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। দুর্দান্ত বোলিংয়ে কিউইদের চাপে রেখে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষ করল লঙ্কানরা। ম্যাচের প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৩৫৫ রান তুলেছে শ্রীলঙ্কা। যার বিপরীতে প্রথম ইনিংসে মাঠে নেমে ১৬২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। লঙ্কানদের রান থেকে ১৯৩ রানে পিছিয়ে থেকে আজ শুক্রবার (১০ মার্চ) টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে টিম সাউদির দল। দিন শেষে উইকেটে ৪০ রানে অপরাজিত আছেন মিচেল। তাঁর সঙ্গে ৭ রানে অপরাজিত ব্রেসওয়েল। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় নিউজিল্যান্ডের। শুরুর উইকেটে দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে মিলে গড়েন ৬৭ রানের জুটি। এই জুটি ভাঙার পরই বিপদে পড়ে নিউজিল্যান্ড। আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে ১৪৪ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন ল্যাথাম। ৩০ রানের মাথায় আরেক ওপেনার কনওয়েকেও নিজের ফাঁদে ফেলেন ফার্নান্দো। এরপর উইলিয়ামসন ও হেনরি নিকোলসকে টিকতে দেননি লাহিরু কুমারা। টম ব্লান্ডেলকে বিদায় করেন রাজিথা। তাতেই স্বস্তি নিয়ে দিন শেষ করে শ্রীলঙ্কা। বল হাতে লঙ্কানদের হয়ে আসিথা ফার্নান্দো ও লাহিরু কুমারা নিয়েছেন দুটি করে উইকেট। কাসুন রাজিথার শিকার একটি। সংক্ষিপ্ত স্কোর শ্রীলঙ্কা ১ম ইনিংস : (আগের দিন ৩০৫/৬) ৯২.৪ ওভারে ৩৫৫ (ধনাঞ্জয়া ৪৬, রাজিথা ২২, জয়াসুরিয়া ১৩, কুমারা ১৩*, আসিথা ১০; সাউদি ২৬.৪-১০-৬৪-৫, হেনরি ২৬-৮-৮০-৪, টিকনার ২০-২-১০৩-০, ওয়্যাগনার ১০-১-৬৮-০, মিচেল ৭-৩-১৭-০, ব্রেসওয়েল ৩-০-১৭-১)। নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৬৩ ওভারে ১৬২/৫ (ল্যাথাম ৬৭, কনওয়ে ৩০, উইলিয়ামসন ১, নিকোলস ২, মিচেল ৪০*, ব্লান্ডেল ৭, ব্রেসওয়েল ৯*; রাজিথা ১৯-৭-৩৮-১, আসিথা ১৯-৫-৪২-২, কুমারা ১৪-৫-৩৪-২, ধনাঞ্জয়া ৬-১-১৪-০, ম্যাথিউস ৩-০-১৮-০, জয়াসুরিয়া ২-০-১১-০)






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply