Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সেই বিশ্বখ্যাত সিংহ বব জুনিয়র মারা গেছে




তাকে প্রায়ই ‘তাঞ্জানিয়ার বিষ্ময়’ বলে অভিহিত করা হত। পরিচিতি ছিল ‘সেরেঙ্গেটির রাজা’ বলেও। স্থানীয়রা তাকে ডাকত ‘বব জুনিয়র’ বলে। বিশ্বখ্যাত সেই সিংহ আর নেই। বনে প্রভাব বিস্তারের লড়াইয়ে প্রতিপক্ষ সিংহদের আক্রমণে মারা গেছে সে। আফ্রিকার তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলে সেরেঙ্গেটি অঞ্চলে প্রায় ৩ হাজার সিংহের বাস। অঞ্চলটি বিশেষ পর্যটন অঞ্চল হিসেবেও খ্যাত। সেরেঙ্গেটির সবচেয়ে প্রভাবশালী সিংহগুলোর একটা ছিল বব জুনিয়র। তার বয়স ছিল ১০ বছরের মতো এবং তাকে সহজেই চিহ্ণিত করা যেত। ফলে তাঞ্জানিয়া ও এর বাইরের পর্যটক ও দর্শনার্থীদের কাছে সে পেয়েছিল ‘সেলিব্রেটি’র মর্যাদা। তার সেই খ্যাতি ছড়িয়ে পড়ে ইন্টারনেট জগতেও। সেখানে তার পরিচিতি ছিল ‘স্নিগভি’ নামে। বিবিসির এক প্রতিবেদন মতে, স্বভাবে শান্ত হলেও সিংহটি সাত বছর ধরে রাজত্ব করে আসছিল। আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২০০ সম্প্রতি প্রতিপক্ষ সিংহদের সঙ্গে এক লড়াইয়ে নিহত হয়েছে সে। এ ঘটনায় শোকাহত পর্যটক ও তাঞ্জানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। সেরেঙ্গেটি সংরক্ষিত বনের কর্মকর্তা ফ্রেডি শিরিমার মতে, সেরেঙ্গেটিতে বহুদিন ধরে একচেটিয়া রাজত্ব করে আসছিল সে। তাই ‘প্রতিপক্ষ দলের সিংহরা তাকে উৎখাত করতে চাইত।’ তিনি আরও বলেন, এটা তখনই ঘটে যখন কোনো দলের প্রধান সিংহ বৃদ্ধ হয়ে যায় বা কোনো কারণে দলের অন্যান্য পুরুষ সদস্যরাও প্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করে। আরও পড়ুন: কঙ্গোতে আবারও জঙ্গি হামলা, নিহত ১৯ শিরিমা বলেন, স্নিগভির ভাই ট্রিগভি। ক্ষমতা মূলত তাদের দুজনের হাতেই ছিল। ট্রিগভির একই পরিণতি হয়েছে বলে ধারনা করা হয়। যদিও তারা আলাদা ঘটনায় নিহত হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ একে ‘পরিকল্পিত ও সুসংগঠিত হত্যাকাণ্ড’ হিসেবে চিহ্নিত করেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply