Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » আবিষ্কৃত হলো গিজার পিরামিডের গোপন করিডোর




মিসরের গিজার পিরামিডে একটি গোপন করিডোর আবিষ্কৃত হয়েছে। সাড়ে ৪ হাজার বছর বয়সী পিরামিডের মূল প্রবেশপথের পাশেই অবস্থিত করিডোরটির দৈর্ঘ্য ৯ মিটার বা প্রায় ৩০ ফিট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ মার্চ) গবেষকরা এ করিডোরটি খুঁজে পান। সদ্য আবিষ্কৃত করিডোর (বামে) এবং গিজার খুফুর পিরামিড (ডানে)। ছবি: সংগৃহীিত মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের খবর, এ আবিষ্কার আরও নতুন নতুন আবিষ্কারের দ্বার উন্মোচন করতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। দীর্ঘ সময়ের গবেষণায় এই করিডোরটি আবিষ্কৃত হয়েছে। ২০১৫ সাল থেকে গবেষকরা পিরামিডের ভেতরে না গিয়ে বাইরে থেকে ইনফ্রারেড থার্মোগ্রাফি, থ্রি ডি সিমুলেশন এবং কসমিক রে ইমেজিং সিস্টেম ব্যবহারের ভেতরে তথ্য জানার চেষ্টা করছেন। বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, আবিষ্কারটি পিরামিডের নির্মাণ এবং করিডোরের সামনে থাকা চুনাপাথরের কাঠামোর উদ্দেশ্য বিষয়ে জানার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আরও পড়ুন: গিজা পিরামিডের অমীমাংসিত রহস্য প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এ করিডোর আবিষ্কার রানি ক্লিওপেট্রার সমাধির দিকে নিয়ে যেতে পারে। এ বিষয়ে মিশরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিজের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেছেন, ‘অসমাপ্ত করিডোরটি সম্ভবত পর্যটকরা পিরামিডে প্রবেশে যে দরজা ব্যবহার করেন তা থেকে সাত মিটার দূরে। সম্ভবত এই করিডোরটি পিরামিডের ওপরের ওজনকে চারদিকে ছড়িয়ে দেয়া এবং বিভিন্ন চেম্বারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নির্মাণ করা হয়েছিল।’ মোস্তফা ওয়াজিরি আরও বলেন, ‘আমরা আমাদের স্ক্যানিং চালিয়ে যেতে চাচ্ছি, যাতে আমরা দেখতে পাই আমাদের সামনে কী অপেক্ষা করছে। এবং এর নীচে বা এই করিডোরের শেষ মাথায় কী রয়েছে তা আমরা খুঁজে পেতে পারি।’ ২৫৬০ খ্রিস্টপূর্বাব্দে তৎকালীন মিসরে শাসক বা ফারাও খুফুর শাসনামলে গিজার পিরামিডটি একটি স্মৃতিস্তম্ভ হিসাবে নির্মিত হয়েছিল। ১৪৬ মিটার উঁচু কাঠামোটি ক্ষয়প্রাপ্ত হয়ে এখন ১৩৯ মিটারে দাঁড়িয়েছে। ১৮৮৯ সালে প্যারিসের আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত পিরামিডই মানুষের দ্বারা তৈরি করা সবচেয়ে উঁচু কাঠামো ছিল






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply