Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ‘প্রায় ধ্বংস’ হয়ে গেছে বাখমুত, রাস্তায় রাস্তায় যুদ্ধ




ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুতের রাস্তায় রুশ এবং ইউক্রেন বাহিনীর মধ্যে লড়াই চলছে বলে জানিয়েছেন শহরটির ডেপুটি মেয়র আলেক্সান্ডার মারচেনকো। শনিবার (৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে তিনি এ মন্তব্য করেছেন। তবে আলেক্সান্ডার মারচেনকো এটাও জানিয়েছেন এখনও রুশ বাহিনী বাখমুতের নিয়ন্ত্রণ নিতে পারেনি। মারচেনকো বলেন, শহরের কাছাকাছি লড়াই চলছে এবং রাস্তায় লড়াই হচ্ছে। বাখমুতে এখনও ৪ হাজার বেসামরিক নাগরিক রয়েছে। তবে গ্যাস, বিদ্যুৎ বা পানি ছাড়াই তাদের আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। মারচেনকো আরও জানান, বাখমুতের এমন একটা ভবন নেই যেটি যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়নি। শহরটি ‘প্রায় ধ্বংস’ হয়ে গেছে। তিনি আরও বলেন, রাশিয়ার সেনারা আসলে শহরকে অক্ষত রাখার কোনো চেষ্টাই করেননি। তারা ইউক্রেনের জনগণকে গণহারে হত্যা করতে চায়। মারচেনকো বলেন, বর্তমানে শহরে সঙ্গে কোনও যোগাযোগ ব্যবস্থা অবশিষ্ট নেই, সব কেটে ফেলা হয়েছে। সেতুগুলি ধ্বংস করা হয়েছে। রাশিয়ানরা আসলে বাখমুতে পোড়া মাটি নীতি ব্যবহার করেছে। আরও পড়ুন: বাখমুত ঘিরে ফেলেছে ওয়াগনার বাহিনী কয়েক মাস ধরে রাশিয়া বাখমুত দখলের জন্যে লড়াই করছে। শহরটি দখল করলে সাম্প্রতিক মাসগুলির মধ্যে রাশিয়ার জন্যে বিরাট সাফল্য হিসেবে ধরা হবে। যদিও শহরের কৌশলগত মান নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো কিছু মূল্য হলেও রাশিয়া এইখানে বিজয় চাইছে। বাখমুত দখল করার চেষ্টা করতে যেয়ে হাজার হাজার রাশিয়ান সৈন্য মারা গেছে। ইউক্রেনের কমান্ডাররা অনুমান করেছেন, তাদের যত সেনা মারা গেছে তার থেকে সাতগুন বেশি রুশ সেনা নিহত হয়েছে। এ সপ্তাহের শুরুতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন বাখমুতের পরিস্থিতি ‘আরও বেশি কঠিন’ হয়ে উঠছে। এদিকে শুক্রবার রশিয়ার ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বাখমুত থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। বাখমুতের চার পাশ ওয়াগনার গ্রুপের সেনারা ঘিরে রেখেছে বলে দাবি করেছেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply