Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিশ্বজুড়ে কেন ১ ঘণ্টা আলো বন্ধ?




জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতিবছর পালিত হয় আর্থ আওয়ার। তারই ধারাবাহিকতায় এবারও বিশ্বের বড় বড় শহরে এক ঘণ্টা বিদ্যুৎ বন্ধ করে রাখার মাধ্যমে পালিত হলো আর্থ আওয়ার। খবর সিএনএন নিউজের। ২০২২ সালের আর্থ আওয়ারের সময় হংকংয়ের ছবি। ছবি: সংগৃহীত শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পালন করা হয় এই আর্থ আওয়ার। এই এক ঘণ্টা দৈনন্দিন জীবনে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম, কল-কারখানা, অত্যাধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ সব রকমের মেশিন বন্ধ করে রাখা হয়। তাইওয়ান থেকে শুরু করে হংকং হয়ে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভারতের মতো জনবহুল দেশে বিপুল উৎসাহের সঙ্গে পালিত হয় এই আর্থ আওয়ার। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে সর্বপ্রথম এই আর্থ আওয়ার পালন করা শুরু হয়। এক ঘণ্টার জন্য আলো নিভিয়ে রেখে শুরু হয়েছিল সচেতনতামূলক এই কর্মসূচি। তারপর থেকে প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার ব্যতিক্রমী এই দিনটি পালিত হয়। বর্তমানে বিশ্বজুড়ে ১৯০টি দেশে এই আর্থ আওয়ার পালন করা হয়। আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন ইস্যুতে সোচ্চার উন্নত বিশ্বের নাগরিকরাও বিশ্বে প্রকৃতি ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর এই দিনটি পালিত হয়। আর্থ আওয়ার হল ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার দ্বারা বিশ্বব্যাপী উদযাপন করা একটি বার্ষিক অনুষ্ঠান। এর আওতায় সারা বিশ্বের মানুষ এক ঘণ্টার জন্য বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দেয়। এদিকে, বিশ্বের অধিকাংশ দেশ আর্থ আওয়ার পালন করলেও এবছর আর্থ আওয়ার এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়া। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারকে বিদেশী এজেন্টেরও তকমা দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এ বছর রাশিয়া এই ইভেন্টে অংশ নেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। কারণ ওয়ার্ড ওয়াইড ফান্ড ফর নেচার বিদেশী এজেন্ট হয়ে উঠেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply