Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গুলিস্তানে বিস্ফোরণ ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের অবস্থার উন্নতি হচ্ছে




রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি রয়েছেন ১৫ জন। তাদের মধ্যে আইসিইউতে থাকা রাজন ছাড়া বাকি সবার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের এখানে মোট ১৫ জন রোগী ভর্তি রয়েছেন। একজন আইসিইউতে। আর বাকিরা সবাই বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। বাকি ৫ জনকে চিকিৎসকরা দেখে ছাড়পত্র দিয়েছেন। তবে তারা পরবর্তী চিকিৎসা নিতে আসবেন।’ ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক আরও বলেন, ‘আইসিইউতে থাকা রাজনের গতকাল (বুধবার) অস্ত্রোপচার হয়েছে। তবে তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আমরা আহতদের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। বোর্ডে বিভিন্ন বিভাগের প্রধানরা রয়েছেন।’ তিনি বলেন, ‘আমাদের এখানে ১৯ জনের লাশ পেয়েছি। এছাড়া প্রায় পৌনে ২শ রোগী চিকিৎসা নিয়েছেন।’ আরও পড়ুন: বেসমেন্টে পানি, ‘ভয়’ নিয়ে চলছে তৃতীয় দিনের উদ্ধারকাজ এর আগে, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিক বাজারের নর্থ-সাউথ রোডে সাততলা একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে সেখানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। বিস্ফোরণের পরই উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়ার কাজ করে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নেন। বিস্ফোরণে বুধবার (৮ মার্চ) রাত পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply