Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » এবার ইরানে বড় লিথিয়াম খনি আবিষ্কার




ভারতের জম্মু-কাশ্মীরের পর এবার ইরানে লিথিয়াম খনি আবিষ্কার হয়েছে। সম্প্রতি দেশটির পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে লিথিয়াম খনি পাওয়া গেছে। চলতি সপ্তাহে খনি আবিষ্কারের বিষয়টি ঘোষণা করেছে ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়। লিথিয়াম আয়ন ব্যাটারি ল গত মাসে ভারতের জম্মু ও কাশ্মীরে লিথিয়াম খনির সন্ধান পাওয়া যায়। গত ৯ ফেব্রুয়ারি দেশটির কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে এ তথ্য জানায়। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) তথ্য মতে, জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলার সালাল-হাইমানা অঞ্চলে আবিষ্কৃত ওই খনিতে ৫৯ লাখ মেট্রিক টন লিথিয়াম মজুত রয়েছে। ভারতের পর এবার বড় লিথিয়াম খনি আবিষ্কারের খবর এলো ইরান থেকে। দেশটির শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আলি মোলাবেইগি বলেন, ‘হামেদান প্রদেশে প্রথম লিথিয়াম মজুদের আবিষ্কার একটি আশাব্যঞ্জক খবর। এটি পশ্চিম ইরানের প্রদেশটিতে অন্যান্য খনিজ ধাতু মজুদের সম্ভাবনার দিকেও ইঙ্গিত দিচ্ছে।’ আরও পড়ুন: লিথিয়াম খনির খোঁজ মিলল জম্মু-কাশ্মীরে এই কর্মকর্তা জানান, খনিটিতে লিথিয়াম মজুদের পরিমাণ প্রায় ৮৬ লাখ টন। বলেন, ‘আজকের বিশ্বে এই কৌশলগত ও মূল্যবান ধাতুটি উন্নত প্রযুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ইরানি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ইরানের লিথিয়াম মজুদ ভারতের জম্মু-কাশ্মীরের মজুদের প্রায় দেড়গুণ। এর ফলে চিলির পর দ্বিতীয় বৃহত্তম লিথিয়ামের খনির দেশ এখন ইরান। স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি বা সাধারণ গাড়ি বা অন্য যেকোনো ব্যাটারি পণ্যই হোক না কেন- সবকিছুর মধ্যেই লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। লিথিয়াম আয়ন ব্যাটারি অদূর ভবিষ্যতে শক্তির প্রধান উৎস হয়ে দাঁড়াবে। আরও পড়ুন: ইরানে মেয়েদের স্কুলে ফের গ্যাস হামলা, হাসপাতালে শতাধিক বিশ্বের সব দেশই পেট্রোলিয়াম পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে আনছে। এর মধ্যে লিথিয়ামের একটি বড় অবদান রয়েছে। এর কারণ হল লিথিয়াম আয়ন ব্যাটারি। এটি পুনর্নবীকরণযোগ্য শক্তি সঞ্চয় করতে ব্যবহৃত হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply