ষড়যন্ত্র করেও দেশের অগ্রযাত্রা থামাতে পারেনি বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি দেশের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তবে দলটির নানা ষড়যন্ত্রেও দেশের অগ্রযাত্রা থেমে থাকেনি।
স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত
রোববার (২৬ মার্চ) রাজধানীর মহাখালীতে জাতীয় জনসংখ্যা ও পুষ্টি ইনস্টিটিউটের অডিটোরিয়াম হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, ‘বিএনপি দেশকে ভালোবাসে না বলেই বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার বুদ্ধি দিয়েছে। কিন্তু বিএনপি নানা ষড়যন্ত্র করেও দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আটকাতে পারেনি।’
Tag: English News politics
No comments: