Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » দেউলিয়াত্বের শঙ্কায় আরও এক মার্কিন ব্যাংক




দেউলিয়া হওয়ার আশঙ্কা রয়েছে মধ্যম সারির মার্কিন ব্যাংক ফার্স্ট রিপাবলিক ব্যাংকের। এমনটাই আশঙ্কা দেশটির শীর্ষ ব্যাংকগুলো। এ আশঙ্কা থেকেই অগ্রিম সতর্কতা হিসেবে ফার্স্ট রিপাবলিক ব্যাংকে ৩০০০ কোটি ডলার জমা রাখতে যাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, মোট ১১টি ব্যাংক প্রায় পঙ্গু হতে বসা ফার্স্ট রিপবালিক ব্যাংকে ৩০০০ কোটি ডলার জমা রাখবে। এসব ব্যাংকের মধ্যে ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ, জেপিমরগান চেজ অন্যতম। এর মধ্যে ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ, জেপিমরগান চেজ এবং ওয়েলস ফার্গো ব্যাংক জানিয়েছে, তারা প্রত্যেকে ফার্স্ট রিপাবলিক ব্যাংকে ৫০০ কোটি ডলার করে জমা রাখবে। কোনো ধরনের গ্যারান্টি ক্লজ বা বিমা ছাড়াই এই পরিমাণ অর্থগুলো জমা রাখবে ব্যাংকগুলো। এসব ব্যাংকের বাইরেও গোল্ডম্যান স্যাকস এবং মরগান স্ট্যানলিও ২৫০ কোটি ডলার করে জমা রাখবে ব্যাংকটিতে। এ ছাড়াও বিএনওয়াই-মেলন, পিএনসি ব্যাংক, স্টেট স্ট্রিট, ট্রুইস্ট এবং ইউএস ব্যাংকগুলোও ফার্স্ট রিপাবলিক ব্যাংকে জমা রাখবে ১০০ কোটি ডলার করে। আরও পড়ুন: ডুবল আরও এক ব্যাংক, কোন পথে মার্কিন অর্থনীতি এক যৌথ বিবৃতিতে ব্যাংকগুলো জানিয়েছে, ‘একসঙ্গে আমরা আমাদের বৃহত্তর সিস্টেম, আমাদের আর্থিক শক্তি এবং তারল্য যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানেই সরবরাহ করছি।’ এদিকে, বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকেই শেয়ারবাজারে তেজিভাব দেখাচ্ছে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের সূচক। দেশের শীর্ষ ব্যাংকগুলো তাদের আমানত ফার্স্ট রিপালিকান ব্যাংকে জমা রাখছে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সূচক তেজিভাব দেখানো শুরু করে। মার্কিন ট্রেজারি বিভাগের প্রধান, ফেডারেল রিজার্ভ, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন এবং মুদ্রা নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থাগুলো ব্যাংকগুলোর আমানত জামানত জমা রাখার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তারা এক বিবৃতিতে বলেছেন, বড় ব্যাংকগুলোর এ সমর্থনের বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি। এ থেকেই প্রমাণ হয়, আমাদের ব্যাংকিং ব্যবস্থা এখনও স্থিতিশীল। উল্লেখ্য, সম্প্রতি বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক। দুটি গুরুত্বপূর্ণ ব্যাংকের পতনের পর দেশটির ব্যাংকিং খাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বস্ত করলেও, কিছুতেই যেন হালে পানি পাচ্ছে না।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply