Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বান্দরবানের বগালেকে ট্রাকের সংঘর্ষে ৬ জনের মৃত্যু, আহত ১১




দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বান্দরবানের রুমায় ভিজিডি সঞ্চয়ের জমানো টাকার জন্য যাওয়ার পথে পর্যটনস্পট বগালেক সড়কে দুটি ট্রাকের সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময় নারী-শিশুসহ আরও ১১ জন আহতের খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার সদর ইউনিয়নের পর্যটনস্পট বগালেক সড়কের কমলাবাগানের উপরে প্রথম খাড়া ঢালুতে দুটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই চার জন নারীর মৃত্যু হয়। অপরদিকে আহত অবস্থায় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নিহতরা হলেন- থাইক্ষ্যংপাড়ার বাসিন্দা নুনথারময় বম এবং ট্রাকের শ্রমিক সদরের কুহালং ইউনিয়নের গুংগুরুপাড়ার বাসিন্দা হ্লাগ্যপ্রু খেয়াং। তবে ঘটনাস্থলে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। হতাহতরা সকলেই থাইক্ষ্যংপাড়া ও চুনচুনপাড়ার বাসিন্দা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসময় ট্রাকে থাকা শিশুসহ আরও ১১ জন নারী ও শিশু আহত হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী নির্মাণ কাজের শ্রমিক ক্যসিং থোয়াই ও মোহাম্মদ হোসেন বলেন, বগালেক-ক্যাওক্রাডং সড়ক নির্মাণ কাজে মালামাল পরিবহণের জন্য খালি দুটি ট্রাক রুমা বাজারে যাওয়ার সময় থাইক্ষ্যংপাড়া ও চুনচুনপাড়ার নারীরা বাজারে যেতে ট্রাকে ওঠে। বগালেক কমলাবাগান এলাকায় ঢালুতে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের ট্রাকটি সামনের ট্রাকে ধাক্কা দেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নারীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যান। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা জানান, রুমা সদর ইউনিয়নের বগালেকের প্রথম ঢালুতে ট্রাক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন নারী ও ১ জন শ্রমিক। হতাহতদের মধ্যে শ্রমিক ছাড়া অন্যরা সকলেই রেমাক্রী পাংসা ইউনিয়নের থাইক্ষ্যংপাড়া ও চুনচুনপাড়ার বাসিন্দা। তারা ট্রাকে করে সরকারি ভিজিডি সঞ্চয়ের জমানো টাকা উত্তোলন করতে রুমা বাজারে আসতেছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বগালেক সড়কের কমলাবাগানের উপরের ঢালু রাস্তায় ট্রাকের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা রুমা বাজারে যাচ্ছিল। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply