Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » নির্বাচনে চীনের হস্তক্ষেপ তদন্ত করবে কানাডা




কানাডার জাতীয় নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে নতুন করে তদন্তের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (৬ মার্চ) তিনি এ ঘোষণা দেন। খবর ডয়েচে ভেলের। সম্প্রতি কানাডার গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনে ট্রুডোর পক্ষে হস্তক্ষেপ করেছিল চীন। কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস সিএসআইএসের কর্মকর্তাদের বরাত দিয়ে ওই সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ২০১৯ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কমপক্ষে ১১ জন ফেডারেল প্রার্থীর পক্ষে অর্থায়নসহ প্রচারণা চালিয়েছে বেইজিং। চীনবিরোধী কানাডিয়ান রাজনীতিবিদদের প্রভাব খর্ব করতে ট্রুডোর কার্যালয়ে এজেন্ট স্থাপন করার অভিযোগও তুলেছিল সিএসআইএস। ওই খবর প্রকাশের পর বিরোধী দল কনজারভেটিভ পার্টির তোপের মুখে পড়েছেন ট্রুডো। এরইমধ্যে গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে তার কাছ থেকে জবাব চেয়েছেন বিরোধী নেতারা। অবশেষে নির্বাচনে চীনা হস্তক্ষেপের বিষয়ে নতুন করে তদন্তের ঘোষণা দিয়েছেন চাপের মুখে থাকা জাস্ট্রিন ট্রুডো। আরও পড়ুন: এবার কানাডায় নিষিদ্ধ টিকটক স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দেন তিনি। যদিও শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখান করে আসছে চীন। সম্প্রতি কানাডার চীনা কনস্যুলেটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, চীনকে অপমানিত ও অসম্মান করতে কানাডার সংবাদমাধ্যমগুলো একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করে আসছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply