Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ফ্রান্সের দায়িত্ব নিচ্ছেন বিশ্বকাপে মেসিদের হারানো সৌদি কোচ




Nagad ফ্রান্সের দায়িত্ব নিচ্ছেন বিশ্বকাপে মেসিদের হারানো সৌদি কোচ Daraz কাতারে ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। সৌদি আরবের এই জয়ের পেছনের নায়ক হিসেবে সবচেয়ে বেশি যে লোকটির অবদান ছিল, তিনি হলেন কোচ হার্ভ রেনার্ড। সৌদি আরবের সঙ্গে ফরাসি এই কোচের চুক্তির মেয়াদ বাকি ছিল প্রায় পাঁচ বছর। কিন্তু তার অনেক আগেই সৌদি আরবের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে দিলেন রেনার্ড। ফলে সৌদি ফুটবলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ৫৪ বছর বয়সী এই কোচ। এরপর তিনি নিজ দেশ ফ্রান্সের নারী ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। বুধবার (২৯ মার্চ) এক বিবৃতি দিয়ে দুই পক্ষের সমঝোতায় চুক্তি বাতিল করা হয়েছে বলে জানানো হয়। ফলে ফ্রান্স নারী দলে কগিন দিয়াকের স্থলাভিষিক্ত হবেন হার্ভ রেনার্ড। চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারী ফুটবল বিশ্বকাপে ফরাসিদের কোচ হিসেবে ডাগ-আউটে দাঁড়াবেন তিনি। হার্ভ রেনার্ড দুটি দেশের হয়ে আফ্রিকান কাপ অব নেশন্সজয়ী একমাত্র কোচ। তার অধীনে বিশ বছর পর ২০১৮ বিশ্বকাপে জায়গা করে নেয় মরক্কো। তবে রাশিয়া বিশ্বকাপের পর ২০১৯ সালের জুলাই মাসে সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব নেন তিনি। দেশটির কোচের দায়িত্ব নিয়েই দারুণ সফল হন অত্যন্ত অভিজ্ঞ ও কৌশলী এই ফরাসি। দেশটির কোচের দায়িত্ব পালনকারী বিদেশি কোচদের মধ্যে সর্বোচ্চ ম্যাচে জয় এনে দিয়েছেন হার্ভ রেনার্ড। সৌদি আরব ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রেনার্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই তারা চুক্তি শেষ করতে যাচ্ছেন। সে সঙ্গে হার্ভ রেনার্ডের পরবর্তী কর্মস্থলে সাফল্যও কামনা করেছেন তারা। সৌদি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইয়াসের আল মিশাল বলেন, ‘রেনার্ড তার দেশ থেকেই একটি প্রস্তাব পেয়েছে এবং তিনি আশা করছেন, এই সুযোগটা গ্রহণ করার জন্য। আমরা বর্তমান আন্তর্জাতিক উইনডোর চারদিন আগেই এটা জেনেছি ফ্রান্স ফুটবল ফেডারেশনের একটি মেইল থেকে। এরপর আমরা বোর্ড মেম্বারদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি এই অনুরোধটা গ্রহণ করার।’ সৌদি আরবের মূল শক্তির জায়গা তাদের ডিফেন্স। দারুণ এক প্রতিরক্ষাব্যূহ তৈরি করেছিলেন হার্ভে রেনার্ড। সবশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ১২ ম্যাচে কোনো গোলই হজম করেনি তার দল। বিশ্বকাপের মঞ্চেও চমক দেখায় দলটি। তবে দেশের কাজে নিয়োগের কারণে দলটির সঙ্গে চুক্তির মেয়াদ পূর্ণ করার আগেই ফিরে গেলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply