পারমাণবিক অস্ত্র সক্ষমতা বাড়াবে যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়াকে সামনে রেখে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়াতে চলেছে যুক্তরাষ্ট্র। সেনা সদস্যদের অস্ত্র-গোলাবরুদ, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক যুদ্ধবিমান ও রণতরীর সংখ্যা বাড়ানো হবে। শীর্ষস্থানীয় মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র। ছবি: সংগৃহীত
গত কয়েক বছর ধরেই উত্তপ্ত কোরীয় উপদ্বীপ। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এ মাসের শেষের দিকে 'ফ্রিডম শিল্ড' নামে বড় ধরনের যে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে সেটিকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে কয়েকগুণ।
ওয়াশিংটন ও সিউলকে হুঁশিয়ারি জানিয়ে সম্প্রতি কিম জং উনের বোন কিম ইয়ো জং'র সরাসরি হুমকি আর বৃহস্পতিবারের (৯ মার্চ) ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: ক্যাপিটল হিল হামলা /ফক্স নিউজের সাংবাদিককে হোয়াইট হাউজের তোপ
শীর্ষস্থানীয় মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থনি কটনের বরাত দিয়ে সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবার নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়াতে চলেছে।
বৃহস্পতিবার মার্কিন সিনেটে আর্মস সার্ভিসেস কমিটির বৈঠকের আগে আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, পিয়ংইয়ংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় মার্কিন সেনা সদস্যদের অস্ত্র-গোলাবরুদ, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক যুদ্ধবিমান ও রণতরীর সংখ্যা বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
আরও পড়ুন: গুয়ানতানামো থেকে ২১ বছর পর মুক্তি পেলেন সৌদি প্রকৌশলী
উত্তর কোরিয়াকে দুর্বত্ত রাষ্ট্র আখ্যা দিয়ে অ্যান্থনি কটন আরও বলেন, ২০২২ সাল থেকে এ পর্যন্ত অসংখ্য আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন কিম জং উন।
যা যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য চরম হুমকির বিষয়। কটন আরও জানান, যেকোন পরমাণু হামলা ঠেকাতে নিজেদের সক্ষমতা বাড়ানোর বিষয়ে ওয়াশিংটনকে গুরুত্ব দিতে হবে।
Tag: English News Featured others world
No comments: