Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গিনেস বুকে সেই জমজ শিশুরা




জন্ম মাত্র ১২৪ দিনে। এরপর সেই জমজ শিশু গিনেস বুক অব রেকর্ডে নাম লিখিয়েছে। কানাডায় জন্ম নেয়া শিশু দুটোর নাম রাখা হয়েছে আদিয়াহ নাদারাজাহ এবং আদ্রিয়াল নাদারাজাহ। শিশুদের মা শাকিনা রাজেন্দ্রাম জানান, গর্ভধারণের ২১তম সপ্তাহের পঞ্চম দিনেই তিনি প্রসববেদনা অনুভব করেন। দ্রুত বাড়ির পাশের একটি হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকরা শাকিনাকে জানান, শিশু দুটির অবস্থা ভালো নেই; তাদের বেঁচে থাকার সম্ভাবনা শূন্য শতাংশ। এটি শাকিনার দ্বিতীয়বার গর্ভধারণ ছিল। মাত্র কয়েক মাস আগে অন্টারিওতে বাড়ির কাছে একই হাসপাতালে গর্ভপাত হয়েছিল। এদিকে হাসপাতালে কর্তৃপক্ষের বাচ্চা দুটিকে বাঁচানোর কোনো ভরসা দিতে না পারায় শাকিনার স্বামী কেভিন নাদারাজাহ ভেঙে পড়েন। কেভিন নাদারাজাহ বলেন, বেশিরভাগ হাসপাতালই গর্ভধারণের ২৪ থেকে ২৬ সপ্তাহ পূর্ণ না হলে গর্ভস্থ শিশুকে বাঁচানোর প্রচেষ্টা করে না। পরে স্ত্রীকে টরন্টোর মাউন্ট সিনাই হাসপাতালে নিয়ে যান। সৌভাগ্যক্রমে সেখানে শিশুদের জন্যে বিশেষায়িত নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকায় তা এ বাচ্চা দুটিকে বাঁচিয়ে রাখতে কার্যকরী ভূমিকা রাখে। শাকিনা রাজেন্দ্রামকে সন্তান জন্মের এক দিন (গর্ভাবস্থার ২১ সপ্তাহ এবং ছয় দিন) আগে তাকে বলা হয়, যদি বাচ্চারা ২২ সপ্তাহের কয়েক মিনিট আগেও জন্ম নেয়, তবে তারা মারা যাবে। প্রচণ্ড রক্তক্ষরণ সত্ত্বেও তিনি আরও কয়েক ঘণ্টা শিশুদের গর্ভে রাখার চেষ্টা করেন। মধ্যরাতের ১৫ মিনিট পরে তার গর্ভের পানি শেষ পর্যন্ত ভেঙে যায়। গর্ভে ২২ সপ্তাহ প্রবেশ করার দুই ঘণ্টা পর ওই সন্তানের জন্ম হয় । এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে দুই জমজ শিশু ১২৫ দিনে জন্মগ্রহণ করে রেকর্ড গড়েছিল। সেই রেকর্ড ভেঙে দিয়েছে আদিয়াহ নাদারাজাহ এবং আদ্রিয়াল নাদারাজাহ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply