Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আখের ট্রাক থামিয়ে টোল আদায় করছে হাতি!




বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রচুর ন্যাশনাল পার্ক এবং বন্যপ্রাণি অভয়ারণ্য রয়েছে। যেখানে বিপুল সংখ্যক বন্যপ্রাণি নিরাপদে বসবাস করে। তবে এসব ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্যে মাঝেমাঝেই বন্যপ্রাণি এবং মানুষের মধ্যে চমকপ্রদ ঘটনা ঘটে। এমনই এক ঘটনা ঘটেছে এক ন্যাশনাল পার্কে। যেখানে একটি হাতি আখভর্তি একটি ট্রাক আটকে সেখান থেকে আখ খাওয়ার বায়না শুরু করে। এই সড়ক দিয়ে যাওয়া আখবাহী ট্রাকগুলো থামিয়ে সেগুলো থেকে আখ নেয় হাতি। ছবি: টুইটার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ডা. অজয়িতা নামে ওই ব্যবহারকারী ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘টোল প্লাজায় ট্যাক্স সংগ্রাহক।’ সংক্ষিপ্ত ভিডিও ক্লিপটি থেকে দেখা যায়, একটি হাতি রাস্তার মাঝখানে ট্রাক থামিয়ে সেখান থেকে আখ বের করে নিজে খাচ্ছে এবং অন্য হাতিদের খাওয়াচ্ছে। ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৩০ হাজারের বেশি ভিউ হয়েছে। এতে ১ হাজারেরও বেশি রিটুইট এবং ৬ হাজারের বেশি লাইক রয়েছে। ভিডিওটির নিচে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘উল্লেখ করার মতো বিষয় হলো হাতিটি লোভী নয়। হাতিটি প্রতিটি ট্রাক থেকে একই পরিমাণ আখ নিচ্ছে।’ আরও পড়ুন: রেললাইনে বন্য হাতি, দুই চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ (ভিডিও) অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘মানুষ যেভাবে সহযোগিতা করছে তা আমার বেশ পছন্দ হয়েছে। তারা বিষয়টিতে সহায়তা করছে। মনে হচ্ছে তারা এই ধরনের কাজের অভ্যস্ত।’ তৃতীয় আরেক ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘তবে আসল সত্যটি হলো, আখের মধ্যে চিনির পরিমাণ পরীক্ষা করার জন্য চিনিকলের মান নিয়ন্ত্রণ সেল এই হাতিকে মোতায়েন করেছে।’ ভিডিওটিতে দেখতে পাওয়া সাইনবোর্ডে লেখা আছে ‘সাবধান সামনে হাতি চলাচলের রাস্তা।’ যে ভাষায় সাইনবোর্ডটি লেখা সে থেকে ধারণা করা যেতে ঘটনাটি থাইল্যান্ডে ঘটেছে। তবে ভিডিওটির সঠিক অবস্থান জানা যায়নি। ভিডিও শেয়ারকারীও জানাননি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply