Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেসির বার্সেলোনায় ফেরা নিয়ে যা বললেন লাপোর্তা




বার্সেলোনার হয়ে একের পর এক শিরোপা জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। কিন্তু ক্লাব পর্যায়ে মেসির এত এত অর্জনও অন্ধকারে হারিয়ে যাচ্ছিল প্যারিস জায়ান্ট ক্লাব পিএসজির হয়ে নাম লেখানোর পর। পিএসজিতে থিতু হওয়ার পর হঠাৎ করেই ছন্দপতন দেখেন আর্জেন্টাইন মহাতারকা। প্রথম মৌসুমটা নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ফরোয়ার্ড। ২০২১ সালে বার্সা ছেড়ে প্যারিসে নাম লেখান মেসি। দুই বছরের চুক্তিতে ফরাসি ক্লাবটিতে পাড়ি জমান সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। সেই মৌসুমে অন্যদের ছায়া হয়ে থেকেছেন প্যারিস জায়ান্ট ক্লাব পিএসজির এই ফুটবলার। ব্যক্তিগত অর্জনে নিজেকে ছাড়িয়ে যাওয়া মেসির সঙ্গে চলতি মৌসুমেই শেষ হচ্ছে পিএসজির চুক্তি। তবে এখনও মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেনি ফরাসি ক্লাবটি। একাধিক সূত্র বলছে, আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচানো বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী ফরাসি জায়ান্টরা। অন্যদিকে গুঞ্জন রটেছিল, পুরনো ন্যু-ক্যাম্পেই ফিরতে পারেন ফুটবলের এই মহাতারকা। সম্প্রতি বার্সেলোনা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার প্রাণভোমরার বাবা। আর বার্সার সভাপতি জুয়ান লাপোর্তাও তা স্বীকার করেছেন। এদিকে মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন বার্সা সভাপতি। এর মধ্যে একটি সম্ভাব্য ট্রিবিউট ম্যাচ নিয়েও নাকি তাদের মধ্যে আলোচনা হয়েছে। লাপোর্তার সঙ্গে আগামী দলবদলে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বার্সায় ফেরা-না ফেরা নিয়ে কোনো আলোকপাত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গ্রীষ্মকালীন দলবদলে চেনা ডেরাতে লে আলবিসেলেস্তেদের মহাতারকার ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন কাতালান ক্লাবটির সভাপতি। লাপোর্তো জানিয়েছেন, হোর্হে মেসির সঙ্গে আমি দেখা করেছি। মেসি এখন পিএসজিতে আছেন; তিনি (মেসি) ফিরতে পারবেন কি না, তা নিয়ে কথা বলতে চাই না। তবে সম্ভাবনা থাকছে। আর্জেন্টাইন তারকার বার্সা ছাড়ার বিষয়ে তার (লাপোর্তো) দাবি, মেসি ও ক্লাবের মধ্যে ক্লাবকেই বেছে নিয়েছি আমি। তিনি জানান, তখন ক্লাবের জন্যই আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল, এর জন্য আমি এখনও দুঃখবোধ করি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply