বারবার কেন বর্ণবাদের শিকার ভিনিসিউস! ফুটবলাররা প্রায়ই বর্ণবাদের শিকার হয়ে থাকেন। ইউরোপিয়ান ফুটবলে এই বিষয়টা বেশি দেখা যায়। গত এক যুগে বেশকিছু খেলোয়াড় মাঠে কিংবা মাঠের বাইরে নানাভাবে বর্ণবাদের শিকার হয়েছেন। এমনও দেখা গেছে, মাঠে বর্ণবাদের শিকার হওয়ায় খেলা ছেড়েই চলে গেছেন অনেক ফুটবলার। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। ছবি: সংগৃহীত রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। ছবি: সংগৃহীত
তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরি আ এবং লিগ ওয়ান) বিষয়টা একটু বেশিই দেখা যায়। এদিকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর ক্যারিয়ারের শুরু থেকেই বর্ণবাদের শিকার হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। তবে কেন তিনিই বারবার বর্ণবাদের শিকার হচ্ছেন? গত ৫ ফেব্রুয়ারি মায়োর্কার বিপক্ষে লা লিগার এক ম্যাচে বর্ণনাদের শিকার হন ভিনিসিউস জুনিয়র। মায়োর্কার বিপক্ষে ওই ম্যাচে গ্যালারি থেকে দর্শকদের মুহুর্মুহু বাজে ও বর্ণবাদী আচরণের শিকার হন এই তারকা ফুটবলার। এরপর অবশ্য স্পেনের সহিংসতাবিরোধী কমিশন তদন্ত করে এক দর্শককে চিহ্নিত করেন এবং তাকে ৪ হাজার ইউরো (প্রায় সাড়ে ৪ লাখ টাকা) জরিমানা ও এক বছর স্টেডিয়ামে নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে। আরও পড়ুন: ডার্বির আগে ভিনিসিউসকে প্রশংসায় ভাসালেন সিমিওনে কিন্তু এবারই প্রথম ভিনিসিউস এমন বর্ণবাদের শিকার হয়েছেন এমনটা নয়। রিয়ালে যোগ দেয়ার পরই বারবার তার সঙ্গে এমনটা হয়েই যাচ্ছে। চলতি মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনি। এছাড়াও, গত মৌসুমে বারবার এমন আচরণের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে কেন ভিনিসিউসকেই এমন আচরণের শিকার হতে হচ্ছে? এটার উত্তর হয়তো কেউ সঠিকভাবে দিতে পারবে না। তবে ধারণা করা হয়, গোল করে নাচার কারণে সম্প্রতি বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা। কারণ, গোলের পর ভিনির নেচে উদ্যাপনটা স্পেনের দর্শক কিংবা মাঠে থাকা প্রতিপক্ষের সমর্থকরা পছন্দ করেন না। ভিনির নাচের কারণে তার সমালোচনাও করেছেন স্প্যানিশ ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো ব্রাভো। তবে এসব কানে দেন না ভিনিসিউস। এসবের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে ভিনিসিউস বলেছেন, ‘এটাকে (নাচ) গ্রহণ করো, শ্রদ্ধা করো, যত যাই হোক, আমি নাচ বন্ধ করব না। আমি বর্ণবাদের শিকার হয়েছি। নাচটা শুধু আমার না, এর আগে রোনালদিনহো, নেইমার, লুকাস পাকুয়েতা, জোয়াও ফেলিক্স, গ্রিজম্যান, ম্যাথিয়াস কুনহারা নেচেছে।’ Vinicius Jr racially abused by fans as star levels Real Madrid record for most fouls against him and was wound up by Mallorca players প্রতি ম্যাচেই বারবার ফাউলের শিকার হন ভিনিসিউস জুনিয়র এদিকে ভিনির সঙ্গে এমন আচরণের কারণে তার ক্লাব রিয়াল মাদ্রিদ উয়েফার কাছে অভিযোগও করেছে। পাশাপাশি ভিনিসিউস জুনিয়রও লা লিগার কর্তৃপক্ষের কাছে এমন আচরণের বিচার চেয়েছেন। বারবার বর্ণবাদের শিকার হয়ে গত ডিসেম্বরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ভিনিসিউস বলেছিলেন, ‘বর্ণবাদ নিয়ে কিছুই করছে না লা লিগা। গত মাসের শুরুতে স্থানীয় আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে লিগ কর্তৃপক্ষ। তবে কোনো ব্যবস্থা নেয়ার খবর আসেনি।’ এর আগে অন্তত তিনবার বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনিসিয়স। ২০২১ সালে বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প ন্যুতে, গত বছরের সেপ্টেম্বরে অ্যাতলেটিকোর মাঠে ও সেই বছর ডিসেম্বরে ভাইয়াদিলাদের মাঠে। এদিকে চলতি বছরের জানুয়ারিতে মাদ্রিদ ডার্বির আগে ক্লাবের ট্রেনিং সেন্টারের সামনে ব্রিজ থেকে একটি পুতুল ঝুলানো হয়। যেটার গায়ে ছিল ২০ নম্বর জার্সি। ভিনির জার্সি নম্বরও ২০। পরে এটি নিয়ে তদন্ত করে স্প্যানিশ পুলিশ। আরও পড়ুন: মেসি নয়, রিয়ালের হয়ে রোনালদো আমাদের সমস্যায় ফেলেছে: মুলার শুধু যে ভিনিসিউস জুনিয়র বর্ণবাদের শিকার হচ্ছেন তা নয়। প্রতিটা ম্যাচেই সর্বোচ্চ সংখ্যক ফাউলের শিকারও হন ২২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। চলতি মৌসুমে মায়োর্কার বিপক্ষে এক ম্যাচে মোট ১০ বার ফাউল করা হয়েছে ভিনিকে। যদিও ম্যাচের পর মায়োর্কা কোচ বলেছিলেন, তার দলের খেলোয়াড়রা ইচ্ছা করে তাকে (ভিনিসিউস) ফাউল করেন নি। চলতি মৌসুমের ফেব্রুয়ারি পর্যন্ত ভিনিসিউস জুনিয়র ৭৯টি ফাউলের শিকার হয়েছেন। যা চলতি মৌসুমে ইউরোপের সেরা পাঁচ লিগে আপাতত সর্বোচ্চ। এদিকে ২০০৩–০৪ মৌসুমে লুইস ফিগোর পর প্রথম ২০ ম্যাচে রিয়ালের কোনো খেলোয়াড়ের জন্যও এটি রেকর্ড।Slider
বিশ্ব
জাতীয়
রাজনীতি
খেলাধুলা
বিনোদন
ফিচার
যাবতীয় খবর
জিওগ্রাফিক্যাল
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
English News
»
Featured
»
games
»
lid news
»
world
» বারবার কেন বর্ণবাদের শিকার ভিনিসিউস! ইউরোপিয়ান ফুটবলে
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: