SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সাভারে পরমাণু শক্তি গবেষণা ভবনের ছাদ ধসে আহত ১৫
সাভারে পরমাণু শক্তি গবেষণা ভবনের ছাদ ধসে আহত ১৫ সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৫ আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে আহতদের সবাই ওই ভবনের নির্মাণ শ্রমিক। সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম

সংবাদকে বলেন, ‌‘ছাদ ধসের তথ্য জানার পর আমরা ঘটনাস্থলে চলে আসি। এসে দেখি নির্মাণাধীন ভবনের ১০ তলা ছাদের একটি অংশ ধসে পরেছে। এতে অন্তত ১৫ জন নির্মাণ শ্রমিক আহত হন।’ আরও পড়ুন: জেলা পরিষদের নতুন ভবন ধসে আরও একজনের মৃত্যু তিনি আরও বলেন, ‘আমরা ভবন নির্মাণে দায়িত্বরতদের সঙ্গে ও হাসপাতালে পাঠানো শ্রমিকদের তালিকা মিলিয়ে দেখেছি কেউ নিখোঁজ নেই। আহতদের আঘাতও গুরুতর ছিল না। তাদের ডিইপিজেড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।’ ভবনের ছাদ ধসের ঘটনায় আহত শ্রমিকদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাদ ঢালাইয়ের সময় বেশি উপকরণ পড়ে যাওয়ায় ধসে পড়ার ঘটনা ঘটে। ঢালাইয়ের সময় ছাদে যে সাপোর্ট দেয়া হয়েছিল তাও দুর্বল ছিল বলে জানান শ্রমিকরা। আরও পড়ুন: গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত ঘটনার বিষয়ে জানতে চাইলে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনিস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাদ ধসের বিষয়টি আমি শুনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply