Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৯




যুক্তরাষ্ট্রে প্রবল ঝড় থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় এবং ভারি বৃষ্টিপাতের ফলে অন্তত ৯ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে এসব রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা। ফলে বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছেন অন্তত ১০ লাখ মানুষ। ঝড়ের আঘাতে বিধ্বস্ত একটি বাড়ি। ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শক্তিশালী ঝড়টি শুক্রবার (৩ মার্চ) নাগাদ দেশের দক্ষিণ থেকে সরে গিয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর দিকে অগ্রসর হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর, এ ঝড়টি দক্ষিণ-পূর্ব মিশিগান থেকে শুরু করে নিউইয়র্ক রাজ্যে ভারী তুষারপাত সৃষ্টি করতে পারে এবং এসব অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। পূর্বাভাসে বলা হয়েছিল, মধ্য নিউইয়র্ক ও দক্ষিণ নিউ ইংল্যান্ডের কিছু অংশে শনিবার (৪ মার্চ) বিকেল পর্যন্ত প্রায় ৩০ সেন্টিমিটারেরও (এক ফুট) বেশি তুষারপাত হতে পারে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন যে, ঝড়ের কারণে সৃষ্ট কমপক্ষে দুটি ঘূর্ণিঝড় শুক্রবার তার রাজ্যের পশ্চিমাংশে আঘাত হানে। গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, তীব্র ঝড়ো আবহাওয়ায় কমপক্ষে তিনজন মারা গেছে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত জানাননি। আরও পড়ুন: টেক্সাসে শক্তিশালী টর্নেডোর আঘাত, বিদ্যুৎহীন ৩ লাখ মানুষ কেন্টাকিতে ঝড়ের আঘাতে আরও এক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজ্যের ফায়েট কাউন্টি করোনার অফিস জানিয়েছে, ঝড়ের সময় এক নারী গাড়িতে থাকা অবস্থায় তারও গাড়ির গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি। লুইসভিলের ন্যাশনাল ওয়েদার সার্ভিস শুক্রবারের ঝড়টিকে ‘শক্তিশালী এবং ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে এবং ঘণ্টায় ৯৬-১২৮ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে বলে জানিয়েছে। আলাবামার গভর্নর কে আইভি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, তার রাজ্যে ঝড়ে তিনজন নিহত হয়েছে। তবে তিনিও বিস্তারিত কিছু জানননি। আরকানসাসের স্কট কাউন্টি শেরিফের বিভাগ জানিয়েছে, ডুবে যাওয়া রাস্তায় গাড়ি চালানোর সময় বন্যার পানির তোড়ে নদীতে ভেসে গিয়ে এক ব্যক্তি মারা গেছেন। মিসিসিপির গভর্নর টেট রিভস বলেছেন, রাতের বেলায় ঝড়ের কারণে প্রবল বাতাসের ফলে একজনের মৃত্যু হয়েছে। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply