SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গোলমেশিন হলান্ড একাই করলেন ৫ গোল, শেষ আটে ম্যান সিটি
লাইপজিগের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর পেপ গার্দিওলার মজা করে বলেছিলেন, পরের লেগে ৯ জন স্ট্রাইকার খেলাবেন। কে জানে, কোচের কথা শুনে আর্লিং হলান্ড হয়তো মনে মনে হেসেছিলেন! হয়তো ভেবেছিলেন, আমি থাকতে আবার ৯ জন লাগে নাকি! সত্যিই হলান্ডের মতো কেউ থাকলে আর কোনো স্ট্রাইকার না থাকলেও চলে। ঘরের মাঠে লাইপজিগকে পেয়ে হলান্ড যেন একাই ৯ স্ট্রাইকারের শক্তিতে জেগে উঠলেন। গোল-উন্মাদনায় ইতিহাদকে উপহার দিয়েছেন স্মরণীয় এক রাত। একে একে করলেন ৫ গোল। মৌসুমের ৫ম হ্যাটট্রিক আদায় করে নেন বিরতিতে যাওয়ার আগেই। ৬৩ মিনিটে ‘বেরসিক’ কোচ পেপ গার্দিওলা বদলি হিসেবে নামিয়ে না ফেললে পরের ৩০ মিনিটে হয়তো আরও কিছু রেকর্ড গুঁড়িয়ে দিতেন। শুরুতে ম্যাচের পর ম্যাচে গোল করলেও, মাঝে ছন্দ হারিয়ে খুঁজেছিলেন নিজেকে। তখন অনেকে হলান্ডের নামের পাশে ইতিও টেনে দিয়েছিলেন। ‘সাময়িক-চমক’ বলতেও দ্বিতীয়বার ভাবেননি অনেকে। সব প্রশ্নের জবাব দিতে চ্যাম্পিয়নস লিগের আজ রাতের ম্যাচটাকেই যেন বেছে নেন হলান্ড। আর ফুটবলের সবুজ গালিচায় যা করলেন তা ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে আরও অনেক দিন। সিটির ৭-০ গোলে জেতা (দুই লেগ মিলিয়ে ৮-১) ম্যাচে অন্য দুই গোল আসে ইকেই গুন্দোয়ন ও কেভিন ডি ব্রুইনের কাছ থেকে।

এক রাতে একাধিক রেকর্ড হলান্ডরেছবি: রয়টার্স প্রথম লেগে ১-১ গোলে সিটিকে রুখে দিলেও আজ প্রথমার্ধের শুরুর খেলাটা ছিল একপেশে। ম্যান সিটির একের পর এক আক্রমণ হজম করে যাচ্ছিল লাইপজিগ। এর মধ্যে ১১ মিনিটের মাথায় বল পেয়ে দারুণভাবে লাইপজিগ রক্ষণে ঢুকে পড়েছিলেন হলান্ড। কিন্তু গোলরক্ষককে শেষ পর্যন্ত ফাঁকি দিতে পারেননি এই নরওয়েজীয় স্ট্রাইকার। গোল না পেলেও লাইপজিগের ওপর চেপে বসেছিল সিটি। ১৯ মিনিটে আরও একবার কাছাকাছি গিয়ে গোল পাওয়া হয়নি সিটির। আরও পড়ুন


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply