Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ২৭ বছরের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামাতে একমত জি-৭




দ্রুত কার্বন নিঃসরণ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ সাত শিল্পোন্নত দেশের জোট জি-৭। ২০৫০ সাল অর্থাৎ এখন থেকে পরবর্তী ২৭ বছরের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বলেও নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে। জাপানের সাপ্পোরোতে জি-৭ জোটের জ্বালানি ও পরিবেশ মন্ত্রীরা। ছবি: এপি জাপানের সাপ্পোরো শহরে জি-৭ জোটের জ্বালানি ও পরিবেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শেষে রোববার (১৬ এপ্রিল) এ কথা জানানো হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বৈশ্বিক জ্বালানি এবং পরিবেশ নিয়ে কাজ করছে বিশ্বের সাত শিল্পোন্নত দেশের জোট জি-৭। সে লক্ষ্যে জাপানের উত্তরাঞ্চলীয় শহর সাপ্পোরোতে জোটটির জ্বালানী এবং পরিবেশ মন্ত্রীদের দুইদিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এ বৈঠক। এতে ২০৫০ সালের মধ্যে বিশ্বে কার্বন দূষণ শূন্যের কোঠায় নামিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও জীবাশ্ম জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমিয়ে দ্রুত সময়ের মধ্যে নবায়নযোগ্য জ্বালানী ব্যবহার আরও বাড়ানোর কথা জানিয়েছেন তারা। বৈঠক শেষে বিশ্বের সব দেশকে সঙ্গে নিয়ে সহযোগিতার মাধ্যমে পরিবেশ উন্নয়নের কথা জানিয়েছে আয়োজক দেশ জাপান। আরও পড়ুন: রাশিয়ার আয় কমাতে জি-৭ নেতাদের নতুন কৌশল জাপানের পরিবেশমন্ত্রী আকিহিরো নিশিমুরা, ‘আমি বিশ্বাস করি যে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছি যে, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সমস্যাগুলোর প্রতি আমাদের প্রতিশ্রুতি অটুট।’ দেশটির অর্থ, বাণিজ্য এবং শিল্প বিষয়ক মন্ত্রী ইসুতোশি নিশিমুরা বলেন, ‘জি-৭ বৈঠকে আমরা ২০৫০ সালের মধ্যে বিশ্বে কার্বন দূষণ শূন্যের কোঠায় নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের সম্মিলিত লক্ষ্য। এ কাজে বিশ্বের একেক দেশের জন্য একেক ধরনের পরিকল্পনার প্রয়োজন হবে।’ উল্লেখ্য, জি-৭ ভুক্ত দেশগুলো বৈশ্বিক কার্বন নিঃসরণের প্রায় এক-চতুর্থাংশের জন্য দায়ী। তাই পরিবেশ সমস্যা সমাধান এবং কার্বন নিঃসরণ কমাতে এ শিল্পোন্নত দেশগুলোর উদ্যোগ কার্যকরী হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply