Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » কোচের শূন্যস্থান পূরণে আনচেলত্তিকে সময় বেঁধে দিলো ব্রাজিল




Nagad কোচের শূন্যস্থান পূরণে আনচেলত্তিকে সময় বেঁধে দিল ব্রাজিল Daraz কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হোঁচট খাওয়ার পর থেকেই প্রধান কোচের পদ শূন্য রয়েছে ব্রাজিলের। এরপর ভারপ্রাপ্ত কোচ র‌্যামন মেনেজেসের অধীনে মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল সেলেসাওরা। কিন্তু তারুণ্য নির্ভর দল নিয়ে ২-১ গোলে হেরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার নিজ দেশের বাইরে ইউরোপ থেকে অভিজ্ঞ কোচ নিয়োগ করতে চায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তাই কোচ নিয়োগের ক্ষেত্রে তড়িঘড়ি না করে ধীরে চলো নীতি অবলম্বন করে লাতিন আমেরিকার দেশটি। ব্রাজিলের যুব দলের কোচ র‌্যামন মেনেজেসকে অন্তর্বর্তীকালীন নিয়োগ দিয়ে এপ্রিল-মের দিকে চূড়ান্ত কোচ নিয়োগের কথা জানায় সিবিএফ। এই দৌড়ে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল। সম্প্রতি সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেস স্পেনে গিয়ে আনচেলত্তির সঙ্গে কথা বলতে যান। তখন থেকেই গণমাধ্যমে জোর গুঞ্জন, ইতালিয়ান এই কিংবদন্তি কোচই হচ্ছেন ব্রাজিলের পরবর্তী হেড কোচ। আনচেলত্তিকে জাতীয় দলে পাওয়ার আশা প্রকাশ করেন রিয়ালের দুই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। তবে যাকে নিয়ে গুঞ্জন সেই আনচেলত্তি এখনও ব্রাজিলের কোচ হওয়া নিয়ে মুখ খোলেননি। লস ব্লাঙ্কোসরা ছাঁটাই না করলে ক্লাবটির কোচ হিসেবে থাকতে চান তিনি। এদিকে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো স্পোর্টস’ জানিয়েছে, নেইমার-ভিনিসিয়াসদের কোচ হিসেবে আনচেলত্তিকে তিন বছরের জন্য পেতে আগ্রহী সিবিএফ। এর জন্য নাকি পাঁচবারের বিশ্বকাপজয়ীরা আনচেলত্তিকে সময় বেঁধে দিয়েছে। তাই আগামী ২৫ মের মধ্যে নিজের সিদ্ধান্তের কথা জানাতে বলা হয়েছে আনচেলত্তিকে। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে যদি আনচেলত্তি নিজের সিদ্ধান্ত না জানান সেক্ষেত্রে প্ল্যান বিতে যাবে ব্রাজিল ফুটবল ফেডারেশন। যেখানে কোচ হওয়ার দৌড়ে রয়েছেন ফার্নান্দো দিনিজ, অ্যাবেল ফেরেইরা ও হোর্হে জেসুস। আগামী জুনের ১২ এবং ২০ তারিখ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিলিয়ানরা। দেশটির ফুটবল ফেডারেশন এই দুটি ম্যাচের আগে পূর্ণাঙ্গ কোচ নিয়োগ দিতে চাইছে। তাই আনচেলত্তি কি জবাব দেন, সেটাই এখন দেখার বিষয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply