Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » পাঠান’-এর মুখে ‘পাঠানি’ ভাষা, কলকাতার সাজঘরে ‘কাবুলিওয়ালা’কে কী বললেন শাহরুখ?




দু’মাস আগে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘পাঠান’। গোটা বিশ্বে হাজার কোটি টাকারও বেশি ব্যবসা করেছে সেই ছবি। সিনেমা মুক্তির পর প্রথম বার কলকাতায় এসেছিলেন শাহরুখ খান। আরসিবি ম্যাচে তাঁকে ইডেন গার্ডেন্সে দেখা গিয়েছিল। পরে চলে গিয়েছিলেন কলকাতার সাজঘরেও। সেখানে বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেই তালিকায় ছিলেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ়ও। তাঁকে আফগান ভাষায় একটি শব্দ উচ্চারণ করে চমকে দেন শাহরুখ।

শাহরুখের সিনেমার নামের সঙ্গে মিল রয়েছে ‘পাঠান’ জনজাতির। বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন তাঁরা। দক্ষিণ আফগানিস্তানেও প্রচুর পাঠান থাকেন। শাহরুখের সিনেমাতেও আফগানিস্তানের প্রসঙ্গ রয়েছে। সেই শাহরুখের মুখেই শোনা গেল ‘পাশ্‌তো’ ভাষা। গুরবাজ়ের সঙ্গে সাজঘরে দেখা করেন শাহরুখ। সেখানে পাশ্‌তো ভাষায় গুরবাজ়কে বলেন, ‘‘নামে সোমা শিস্ত?’’ বাংলায় যার অর্থ, তোমার নাম কী? শাহরুখের মুখে পাশ্‌তো ভাষা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন গুরবাজ়‌। কোনও কথা বলতে পারেননি। শুধু হাসতে থাকেন। পরে সেই ভিডিয়ো গুরবাজ় নিজেই পোস্ট করে লেখেন, “শাহরুখের সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। কী দারুণ মানুষ‘ আফগান ভাষাও একটু-আধটু বলতে পারে।” তার আগে সাজঘরে পণ্ডিতমশাইয়ের ক্লাসে বাধ্য ছাত্রের মতো শ্রোতা হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন শাহরুখ। বেঙ্গালুরু ম্যাচের পর সাজঘরে ছোটখাটো বক্তৃতা দেন কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। দলের সব ক্রিকেটারের সঙ্গে শাহরুখকেও মুগ্ধ হয়ে মন দিয়ে তা শুনতে দেখা গিয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply