Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » িনল্যান্ডে নির্বাচন ক্ষমতা হারালেন সানা মারিন, নতুন প্রধানমন্ত্রী হতে পারেন অরপো




ফিনল্যান্ডে নির্বাচন ক্ষমতা হারালেন সানা মারিন, নতুন প্রধানমন্ত্রী হতে পারেন অরপো ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে হেরে গেছে প্রধানমন্ত্রী সানা মারিনের ক্ষমতাসীন দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসডিপি)। ফলে ন্যাশনাল কোয়ালিশন পার্টি (এনসিপি) প্রধান পেটেরি অরপোকেই ফিনল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হচ্ছে। ফিনল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন পেটেরি অরপো। ছবি: এপি

ফ নির্বাচনে অপর দুই প্রতিদ্বন্দ্বীর কেউ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা না পেলেও এসডিপির চেয়ে এগিয়ে আছে। সবচেয়ে বেশি ভোট পেয়েছে এনসিপি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য-বামপন্থি এসডিপির বিপরীতে ডানপন্থি এনসিপি এবং লোকরঞ্জনবাদী ফার্স্ট ফিনস পার্টি সামান্য বেশি ভোট পেয়ে এগিয়ে আছে। নির্বাচনে ভোট দিয়েছেন ফিনল্যান্ডের মোট ৭১.৯ শতাংশ ভোটার। এর মধ্যে অরপোর এনসিপি পেয়েছে ২০.৮ শতাংশ ভোট; ফার্স্ট ফিনস পার্টি পেয়েছে ২০.১ শতাংশ ভোট। সামান্য কম অর্থাৎ ১৯.৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছে প্রধানমন্ত্রী সানা মারিনের এসডিপি। আরও পড়ুন: তুরস্কের পার্লামেন্টে ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ অনুমোদিত নির্বাচনের ফলাফল প্রকাশের পর সানা মারিন তার বিদায়ী বক্তৃতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। হেলসিংকিতে আয়োজিত এক সভায় তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘এটি সত্যিই একটি ভালো অর্জন, যদিও আমরা আজ প্রথম হয়ে প্রতিদ্বন্দ্বিতা শেষ করতে পারিনি।’ এ সময় মারিন তার দলীয় এমপিদের ভোট পাওয়ার হারের প্রশংসা করেন। সানা মারিন আরও বলেন, ‘আজ গণতন্ত্র কথা বলেছে, ফিনিশ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং নিঃসন্দেহে গণতন্ত্রের বিজয় উদযাপন একটি দারুণ বিষয়। তাই আজকের এ ফলাফলে আমাদের সুখী হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে।’ এদিকে দল সবচেয়ে বেশি ভোট পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এনসিপি প্রধান পেটেরি অরপো বলেছেন, ‘এই ফলাফল আমাদের জন্য এক বিরাট বিজয় এবং আমাদের নীতির প্রতি জনগণের স্পষ্ট সমর্থন।’ এ সময় তিনি জানান, তার দল সরকার গঠনের জন্য জোট বাঁধার লক্ষ্যে শিগগির আলোচনা শুরু করবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply