Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » সদস্য হয়েই ন্যাটোর বৈঠকে ফিনল্যান্ড




সদস্য হিসেবে যোগ দিয়েই প্রথমবারের মতো ন্যাটোর বৈঠকে অংশ নিয়েছে ফিনল্যান্ড। ন্যাটোর সদর দফতরে দেশটিকে স্বাগত জানান জোটটির সদস্যরা। ফিনল্যান্ডকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ইউক্রেন। ন্যাটোর বৈঠক। ছবি: সংগৃহীত মঙ্গলবার (৪ এপ্রিল) ন্যাটো সদর দফতরের সামনে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় ফিনল্যান্ডের পতাকা। এদিন ৩১তম সদস্য হিসেবে জোটটিতে যুক্ত হয় নর্ডিক অঞ্চলের দেশটি। এ সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ন্যাটো মহাসচিবসহ জোটটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনাকে ঐতিহাসিক বলে অ্যাখা দেন তারা। এরপর প্রথমবারের মতো ন্যাটোর বৈঠকে যোগ দেয় ফিনল্যান্ড। এর আগে, চূড়ান্ত ধাপ সম্পন্ন করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের হাতে ন্যাটোতে যোগদানের নথি তুলে দেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। পশ্চিমা সামরিক জোটে যোগদানের ফলে রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের সীমান্ত দ্বিগুণ হয়েছে। এতে করে ওই অঞ্চলে ন্যাটো আরও শক্তিশালী হবে বলেই ধারণা করা হচ্ছে। আরও পড়ুন: অবশেষে ন্যাটোয় ফিনল্যান্ড, তীব্র সংঘাতের শঙ্কা এদিকে, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়ে ওই অঞ্চলের নিরাপত্তায় ঝুঁকি তৈরি করেছে বলে দাবি করেছে রাশিয়া। দ্রুত এর পাল্টা ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। এমনকি ফিনল্যান্ডে ন্যাটো অতিরিক্ত সেনা ও হাতিয়ার পাঠালে মস্কোও সেনাশক্তি বাড়াবে বলে ঘোষণা দেয়া হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলে ১ হাজার ৩৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ফিনল্যান্ডের। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়া ফিনল্যান্ড ও সুইডেন ওই বছরই ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করে। তবে তাতে বাধা দেয় তুরস্ক। ঝুলে থাকার পর গেল সপ্তাহে ফিনল্যান্ডকে অনুমোদন দিলেও সুইডেনের বিষয়ে এখনো নিশ্চুপ আঙ্কারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply