SponsorSlider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিচ্ছেদের পরেও তিক্ততা কাটেনি রণবীর আনুশকার!
বিবাহিত জীবনে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বেশ সুখে আছেন বলি অভিনেত্রী আনুশকা শর্মা। তবে এ সুখী জীবনে কোথাও যেন এখনও লেগে আছে প্রাক্তন প্রেমিক রণবীর সিংয়ের কালো ছায়া, যা এখনও অভিনেত্রীকে ভাসায় তিক্ততার সাগরে। ছবি: সংগৃহীত সম্প্রতি নেটদুনিয়ায় আনুশকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিও থেকে সহজেই বোঝা যায়, এখনও কতটা তিক্ততা অনুভব করেন তিনি রণবীর সিংয়ের প্রতি। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ‘কফি উইথ করণ’-এর এক সিজনে পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে হাজির হয়েছিলেন অনুশকা। সেখানে অভিনেত্রীকে তিনজন পুরুষের নাম ছুড়ে দেন করণ। এরপর আনুশকাকে করণ প্রশ্ন করেন, এই তিন পুরুষের কার সঙ্গে ডেট করতে, কাকে ভাই বানাতে আর কাকে ভুলে যেতে চান তিনি। আরও পড়ুন: নারীদের অপমান করতে বিয়েবাড়িতে ডাক পান কেন হানি সিং? আনুশকার উত্তর ছিল, ডেট করার জন্য বিরাট কোহলি, অর্জুন কাপুরকে ভাই আর রণবীর সিংকে স্মৃতি থেকেই একেবারে মুছে ফেলতে চান এ অভিনেত্রী। আনুশকার এ সোজাসাপ্টা উত্তর শুনে করণ রীতিমতো অবাক হয়েছেন সে শোতে। এই ভাইরাল ভিডিও দেখে অবাক হয়েছেন নেটিজেনরাও। কেননা বর্তমানে রণবীর সিং ঘর বেঁধেছেন বলি অভিনেত্রী দীপিকার সঙ্গে। আর অন্যদিকে আনুশকা ঘর বেঁধেছেন ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে। দুজনের মধ্যে এখন আর প্রেমের সম্পর্ক নেই। তবে প্রেমের সম্পর্ক না থাকলেও কোথাও এখনও রয়েছে তিক্ততার স্মৃতি। যা সুযোগ পেলে ভুলে যেতে চান বিরাটপত্নী আনুশকা। সূত্র: আনন্দবাজার


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply