Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » একসঙ্গে দুই প্রেমে হাবুডুবু খাচ্ছেন? যেভাবে পেতে পারেন মুক্তি




কবি লিখেছেন, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না! আর মনের ভেতর একটু তলিয়ে দেখলেই এই লাইনের সার্থকতার প্রমাণ মেলে। আসলে আমাদের হৃদয় হলো এক স্বাধীন পাখি। তাই মনপাখিকে শিকল বেঁধে খাঁচাবন্দি করা এক তপস্যার কাজ। সবাই এই কাজটি করে উঠতে পারেন না। ফলে একাধিক মানুষের সঙ্গে মন দেয়া-নেয়া চলে। এমনকি একই সঙ্গে দুজনের প্রেমে হাবুডুবু খাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়। কিন্তু একই সময়ে দুজনের সঙ্গে প্রেমে জড়িয়ে যাওয়া ভালো কথা নয়। বরং আগামী দিনে জীবনে ঝড়ের কারণ হতে পারে এই ভ্রান্ত সিদ্ধান্ত। তাই দুজনের সঙ্গে একই সময়ে প্রেম করার ভুল একদম করবেন না। মনে রাখবেন, আপনি যে দেশে বাস করছেন, সেখানকার অধিকাংশ মানুষের মনেই প্রেমের স্থান অনেক ওপরে। বেশির ভাগ ক্ষেত্রেই পুরো জীবন একসঙ্গে কাটিয়ে দেবেন বলেই মানুষ প্রেম করে। সেখানে আপনি যদি একসঙ্গে দুজনের সঙ্গে প্রণয়বদ্ধ হন, তবে কপালে দুঃখ আছে। জানাজানি হলে কোথাও মুখ দেখাতে পারবেন না। উপরন্তু সমাজে আপনাকে সবাই খারাপ চোখে দেখবেন। তাই এই বিপদের হাত থেকে বাঁচার ৫ টিপস জেনে নিন। ১. দুই নৌকায় পা নয়! অনেকেই বিবেকদংশন থেকে বাঁচার জন্য একসঙ্গে দুজনকে ভালোবাসার পক্ষে যুক্তি দেন। যদিও এই ধারণা মিথ্যা। আপনি একসঙ্গে কখনোই দুজনকে ভালোবাসাতে পারেন না। বরং একজনের প্রতি ভালোবাসা কমেছে বলেই অন্যদিকে চোখ যায়। তাই একসঙ্গে দুজনকে ভালোবাসার তত্ত্বকে ছিঁড়ে ফেলে এগিয়ে যান। আর আপনি যা ভালোবাসা ভাবছেন, তা বেশির ভাগ ক্ষেত্রেই আকর্ষণ। পৃথিবী সাক্ষী আছে, আকর্ষণের মায়া বেশিদিন স্থায়ী হয় না। আরও পড়ুন: সম্পর্কে তৃতীয় ব্যক্তির অস্তিত্ব, কীভাবে বুঝবেন? ​২. ঠিক করছেন তো?​ আমাদের সবচেয়ে বড় সমালোচক মস্তিষ্কের ভেতরে থাকা ব্যক্তিটাই। তাই ঠান্ডা মাথায় এরসঙ্গে লড়তে হবে। নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকেই প্রশ্ন করুন তো, এটা ঠিক করছেন কি না? দেখবেন উত্তর পেয়েছেন ‘না’। তাই আমাদের না হোক, নিজের ভেতরের সৎ ব্যক্তিটির কথা তো শুনতেই পারেন। দেখবেন সঠিক সিদ্ধান্ত নিতে আর সমস্যা হচ্ছে না। ৩. ভেবেছেন কখনো সবাই জানলে কী ভাববে?​ জানি, অন্যরা আপনাকে খাওয়ায়-পরায় না। তাই তাদের কথা ভেবে নিজের জীবন নষ্ট করার পক্ষপাতী আপনি নন। তবে মনে রাখবেন, আমরা কিন্তু সমাজিক জীব। অর্থাৎ, সমাজ ছাড়া আমরা চলতে পারি না। তাই সমাজে সম্মানহানি হলে জীবন কিছুটা হলেও নুয়ে পড়ে। সে কারণেই চেষ্টা করুন দুজনকে একসঙ্গে ভালোবাসার ভুলটা না করার। এ বিষয়টি জানাজানি হলে কিন্তু সমস্যার শেষ থাকবে না। এ ক্ষেত্রে নিজের তো বটেই, পরিবারের মান-সম্মান নিয়েও টানাটানি পড়ে যেতে পারে। ​ ​৪. কাছের মানুষের পরামর্শ নিন​ মনে অনেক দোলাচল থাকতে পারে। এ পরিস্থিতিতে দাঁড়িয়ে কাছের মানুষের পরামর্শ নেয়ার চেষ্টা করুন। অবশ্যই এমন কারো পরামর্শ নিন যাকে বিশ্বাস করতে পারেন এবং যার ভেতর এখনও সততার কিছুটা অংশ বেঁচে রয়েছে। তিনি আপনাকে সঠিক উপদেশ দেবেন। তার কাছে সঠিক উত্তর পেয়ে যে কোনো একটি সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। আরও পড়ুন: সঙ্গী ‘টক্সিক’, বুঝবেন যে ৫ লক্ষণে ​৫. ভয়কে করুন জয়​ অনেক সময় আমাদের মন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় না। নানা ধরনের ভয় দেখায়। জানাজানি হয়ে যাবে, সবাই খারাপ বলবে, প্রেমিকা ভুল ভাববে ইত্যাদি ধারণার ঢেউ ওঠে মনে। তখন শক্ত হাতে পরিস্থিতি সামলে নিতে হবে। যার সঙ্গে প্রাণের টান নেই, তাকে ব্রেকআপের কথা বলা দরকার। এতে যদি আসল সত্যি সবার সামনে বেরিয়েও আসে, তাহলেই চলবে। তবে এরপর থেকে একটা মানসিক শান্তি পাবেন। তাই যত শিগগির সম্ভব এই কাজটা সেরে নিন। আর মনে রাখবেন, প্রেম একটা সিরিয়াস অনুভূতি। এই নিয়ে আগামী দিনে আর ছেলেখেলা করার কথা ভুলেও ভাববেন না। বিশেষ করে দুই নৌকায় পা দেয়ার ভুল তো নয়ই!






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply