৫ হাজার দোকান পুরে ছাই, ক্ষতি দেড় হাজার কোটি টাকা
বঙ্গোবাজারের ভয়াবহ আগুনে প্রায় সাড়ে ৫ হাজার দোকান পুরে ছাই হয়েছে। এতে দেড় হাজার কোটি টাকারও বেশি ক্ষতির আশঙ্কা করছে দোকান মালিক সমিতি। প্রাথমিক পুঁজি গঠনে সরকারকে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি পুড়ে যাওয়া দোকানগুলো নতুন করে গড়ে বীমা-সুবিধা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা।
মুহূর্তের আগুনে পুড়ে শেষ রাজধানীর বঙ্গোবাজার। ঈদকে সামনে রেখে ছোট ব্যবসায়ীদের বাড়তি বিনিয়োগ সবই এখন ছাই।
ভোরে মার্কেট বন্ধ থাকায় মালামাল রক্ষায় কিছুই করতে পারেননি তারা। চোখের সামনে সব হারিয়ে দিশেহারা দোকানিরা।
Tag: English News lid news national

No comments: