Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকসিন সিনাওয়াত্রার মেয়ে




থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকসিন সিনাওয়াত্রার মেয়ে থাকসিন সিনাওয়াত্রা। থাইল্যান্ডের আলোচিত সাবেক প্রধানমন্ত্রী। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারান। এর ৮ বছর পর একই পরিণতি বরণ করেন থাকসিনের বোন ও তৎকালীন থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। বাবা এবং ফুফুর পথ ধরে থাই সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সামনে হাজির হয়েছেন পায়েটংটার্ন সিনাওয়াত্রা। লক্ষ্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়া। দলীয় সমর্থকদের সামনে পায়েটংটার্ন সিনাওয়াত্রা। ছবি: রয়টার্স

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের খবরে বলা হয়েছে, থাইল্যান্ডের বিরোধী দল ফেউ থাই পার্টি আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সম্ভাব্য তিন প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করেছে। তাদের মধ্যে পায়েটংটার্ন সিনাওয়াত্রা অন্যতম। তিনি ছাড়া বাকি দুই প্রার্থী হলেন দেশটির ব্যবসায়িক টাইকুন শ্রেট্টা থাভিসিন এবং সাবেক বিচারমন্ত্রী চাইকাসেম নীতিশ্রী। এই ঘোষণার পরপরই থাইল্যান্ডের রাজনীতিতে এক নতুন জোয়ার হাজির হয়েছে। ফেউ থাই পার্টির অন্য দুই প্রার্থীর বদলে প্রচারের সব আলো কেড়ে নিয়েছেন সিনাওয়াত্রাদের উত্তরসূরি পায়েটংটার্ন। আসন্ন মে মাসের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক সেনাপ্রধান প্রায়ুথ থান ও চার সঙ্গে পায়েটংটার্নের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। প্রায়ুথ থান ও চাই ২০১৪ সালে ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করে ফেউ থাই পার্টির সরকার হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। তাই অনেকে প্রায়ুথের বিপরীতে পায়েটংটার্নকেই মূল প্রতিদ্বন্দ্বী মানছেন। পায়েটংটার্নও বিষয়টি মানছেন। চলতি সপ্তাহে আয়োজিত এক রাজনৈতিক সভায় তিনি সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘এর আগেও আমরা নির্বাচনে জিতলেও অভ্যুত্থানের মুখোমুখি হয়েছি।’ এ সময় তিনি জানান, তার দল আবারও ক্ষমতায় ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ। সাবেক আরও বলেন, ‘আমরা সবাই মিলে আবারও আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনব। আমাদের জনগণের যে সমৃদ্ধি এক দশক আগে হারিয়ে গিয়েছে তা আমরা আবারও ফিরিয়ে আনব।’ তিন আরও বলেন, ‘থাই জনগণ এরইমধ্যে অনেক নিপীড়ন সহ্য করেছে। আমরা আর কোনো অভ্যুত্থান চাই না।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply