Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ‘টাইগার ভার্সেস পাঠান’ যুদ্ধে নামছেন সালমান-শাহরুখ




২০২৪ সালটা দুর্দান্তভাবে শুরু হবে বলেই মনে হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রির। কারণ, সে বছর দর্শকরা পর্দায় উপভোগ করার সুযোগ পাবেন সালমান ও শাহরুখ খানের যুদ্ধ দেখার। শাহরুখ খান ও সালমান খান। ছবি: সংগৃহীত ব্যক্তিগত নানা কারণে বাস্তবে বলিউডের এ দুই খানকে লড়াই করতে দেখেছে বলিউড ইন্ডাস্ট্রি। মিডিয়ার কল্যাণে তাদের লড়াইয়ের ফুটেজও দেখেছেন দর্শকরা। তবে সে যুদ্ধ এখন সিনেমার রুপালি পর্দায় হলে কেমন হয়? বলিউডে সালমানের সবশেষ ব্যবসাসফল ছবি টাইগার। আর শাহরুখের সবশেষ ব্যবসাসফল ছবি পাঠান। তাই এ দুই ছবির সাফল্যের লড়াই পর্দায় আনতে চাইছেন প্রযোজক-পরিচালকরা। আর সে চিন্তা থেকেই সম্প্রতি যশ রাজ ফিল্মস ঘোষণা দিয়েছে, এবার মুখোমুখি হতে যাচ্ছেন শাহরুখ ও সালমান। রুপালি পর্দায় এ দুই খানের যুদ্ধ হওয়া সিনেমার নামও ঠিক করে ফেলেছেন তারা। 'টাইগার ভার্সেস পাঠান' নামের এ সিনেমায় একসঙ্গে পর্দায় যুদ্ধে নামছেন এ দুই মহারথি। আরও পড়ুন: গায়ক আদনান সামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ভাই জুনায়েদ ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার বরাতে জানা যায়, 'টাইগার ভার্সেস পাঠান' সিনেমাটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। আকাশচুম্বী হবে এ সিনেমার বাজেট। সালমান ও শাহরুখের পারিশ্রমিক ছাড়াই সিনেমা তৈরির বাজেট ধরা হয়েছে আনুমানিক ৩০০ কোটি রুপি। দুই 'খান' অভিনীত এই ছবিই হতে চলেছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি। তাই এ সিনেমা থেকে আয়ও হবে বলিউড ইন্ডাস্ট্রিতে এক ইতিহাস। তাই সিনেমায় দুই খানের কেউই পারিশ্রমিক নিতে চাচ্ছেন না সিনেমাটিতে অভিনয়ের জন্য। সালমান আর শাহরুখ উভয়েই আগ্রহ প্রকাশ করেছেন সিনেমাটির লভ্যাংশের ভাগীদার হতে। তাহলে বোঝা যাচ্ছে, আসন্ন নতুন বছরে দর্শকদের কোন ধামাকা দিতে চলেছে এ দুই বিগ খান






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply