কঙ্গোয় ভয়াবহ বন্যা, মৃত্যু ১৭৬
আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ১৭৬ জনের। স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (৪ মে) দক্ষিণ কিভু প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে একটি নদীতে পানি উপচে পড়ে। বুশুশু ও নিয়ামুকুবি গ্রামে ঢুকে পড়ে প্রবল বন্যার পানি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।
সাউথ কিভু অঞ্চলের গভর্নর থিও এনগোয়াবিদজে কাসি জানান, এখন পর্যন্ত ১৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন: রুয়ান্ডায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৭
তবে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ২২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, বন্যার পর বহু মানুষ খোলা আকাশের নিচে, স্কুল ও হাসপাতালে দিন কাটাচ্ছে।
No comments: