উ. কোরিয়া সীমান্তে সামরিক মহড়া যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ার
চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া সীমান্তে আবারও যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। দুই দেশের সামরিক সম্পর্কের ৭০ বছর উদযাপন উপলক্ষ্যে এ মহড়া চালানো হয় বলে জানিয়েছে ওয়াশিংটন-সিউল। খবর এপির।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ায় ড্রোন উড়ানো হয়। ছবি: এপি
বৃহস্পতিবার (২৫মে) প্রথম দফার মহড়া শুরু হয়েছে। আগামী জুনের মধ্যবর্তী পর্যন্ত পাঁচ ধাপে সামরিক মহড়া চালাবে দেশ দুটি।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পোচিয়েন অঞ্চলে এ যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এতে অংশ নিয়েছেন দুই দেশের সামরিক বাহিনীর প্রায় আড়াই হাজার সেনা। আগামী জুনের মধ্যবর্তী পর্যন্ত পাঁচ ধাপে সামরিক মহড়া চালাবে দেশ দুটি। যার প্রথম দফার মহড়া শুরু হয় বৃহস্পতিবার।
আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধ বিমান সরবরাহের অনুমতি যুক্তরাষ্ট্রের
যৌথ এ সামরিক মহড়ায় অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার, রকেট লঞ্চার সিস্টেম, ট্যাংক, সাঁজোয়া যানসহ ভারী সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এ ছাড়া মহড়ায় অংশ নিয়েছে মার্কিন ‘বি-ওয়ান বি’ বোমারু বিমান।
দক্ষিণ কোরিয়া দাবি করেছে, এ ধরনের মহড়ার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার যেকোনো ধরনের সামরিক আগ্রাসন সহজেই প্রতিহত করতে পারবে।
এদিকে, নিজেদের সীমান্ত ঘেষে বৃহৎ এ সামরিক মহড়াকে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে পিয়ংইয়ং। এ ছাড়া যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে মোকাবিলায় দেশটির প্রথম গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
No comments: