রাখাইনের পরিস্থিতি পরিদর্শনে মিয়ানমারে বাংলাদেশি কর্মকর্তারা
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের আগে রাখাইনের পরিস্থিতি দেখতে ২০ জন রোহিঙ্গা কমিউনিটি নেতাকে নিয়ে মিয়ানমারে গেলেন সাত বাংলাদেশি কর্মকর্তা।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজারের টেকনাফ ট্রানজিট ঘাট দিয়ে নাফ নদী পার হয়ে মিয়ানমারের মংডুতে রওনা দেন ২৭ জনের প্রতিনিধিদলটি।
নেতৃত্ব দিচ্ছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। গেল ১৫ মার্চ টেকনাফ হয়ে বাংলাদেশে আসেন মিয়ানমার সরকারের ১৭ জন প্রতিনিধি।
বাংলাদেশের দেয়া রোহিঙ্গাদের তালিকা যাছাই-বাছাই করেন তারা। সে সময় প্রত্যাবাসনের আগে রাখাইনের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাবটি দিয়েছিল বাংলাদেশ।
Tag: English News lid news national

No comments: