যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে সরকার বিচলিত নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসা নীতি নিয়ে বাংলাদেশ সরকার বিচলিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।
বুধবার বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম বলেন, ‘এটা কোনো নিষেধাজ্ঞা নয়। নতুন ভিসা নীতি নিয়ে বরং বিএনপির চিন্তিত হওয়া উচিত। কারণ নির্বাচনের আগে বা চলাকালীন সহিংসতা করলে এই নিষেধাজ্ঞা তাদের ওপর আরোপ হতে পারে।’
নতুন মার্কিন ভিসা নীতি নিয়ে বিস্তারিত জেনে বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান তিনি।
Tag: English News lid news national

No comments: