নিউজিল্যান্ডের উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পের প্রতীকী ছবি
নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক দুই। প্রায় জনবসতিহীন অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়।
আজ বুধবার (৩১ মে) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে।
নিউজিল্যান্ডের জিওনেট পর্যবেক্ষণ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার (২১ মাইল) গভীরে। এতে নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে তাৎক্ষণিকভাবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এছাড়া ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের বড় নগরী ইনভারকার্গিলের এক কর্মকর্তা বলেন, ‘নগরীতে ভূমিকম্প অনুভূত হয়েছে বা অবকাঠামোর কোনো ক্ষতি হয়েছে বলে কোনো খবর পাইনি।’
Tag: English News lid news world

No comments: