Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » চট্টগ্রামে মুক্তিপণ না পেয়ে শিশুকে পিটিয়ে হত্যা




চট্টগ্রামে মুক্তিপণ না পেয়ে শিশুকে পিটিয়ে হত্যা চট্টগ্রামে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে সফিউল ইসলাম রহিম নামে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার (৩ মে) রাতে চাঁদগাঁও মোহড়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আর্থিক সংকট কাটাতে ওই শিশুটিকে অপহরণের পর হত্যা করা হয় বলে পুলিশের কাছে স্বীকার

করেছেন আটকরা। নিহত শিশু সফিউল ইসলাম রহিম (১২) স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাড়ি একই এলাকার সেলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আটকরা হলেন আজম খান ও তার বন্ধু হৃদয়। তাদের বাড়িও একই এলাকায়। আরও পড়ুন: ফরিদপুরে ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা এদিকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, ২৯ এপ্রিল বিকাল সাড়ে ৩টার দিকে শিশু সফিউল ইসলাম রহিমকে ডেকে নিয়ে যাচ্ছে প্রতিবেশী যুবক আজম খান। আর সেই আজম খানের স্বীকারোক্তি অনুযায়ী মোহরা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। সিএমপির উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, শিশু রহিমের নিখোঁজের তথ্য জানিয়ে ২৯ এপ্রিল চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা সেলিম উদ্দিন। পরে হালিশহর থেকে পুলিশ সন্দেহভাজন হিসেবে আজম খান তার অপর এক বন্ধু হৃদয়কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই শিশু রহিমকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে কাঠ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেন। শিশু হত্যাকাণ্ডের মূল আসামি আজম খান বলেন, আর্থিক সংকটের কারণে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছিল। টাকা আয়ের জন্যই শিশুটিকে অপহরণ করেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply