সার্বিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে একটি স্কুলে বন্দুক হামলা চালানো হয়েছে। এতে ৮ শিক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। এছাড়া আরও ছয় শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছে। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক ছাত্রকে আটক করা হয়েছে।
বন্দুক হামলার পর ঘটনাস্থলে পুলিশ। ছবি: সংগৃহীত
বিবিসির প্রতিবেদন মতে, বুধবার (৩ মে) সকালে বেলগ্রেডের মধ্যাঞ্চলের ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে। এই ধরনের হামলা সার্বিয়ায় এর আগে কখনও হয়নি বলে দাবি করেছে দেশটির শিক্ষামন্ত্রী।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে আটজন শিক্ষার্থী। অন্যজন স্কুলের নিরাপত্তারক্ষী। এছাড়া আহত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, গুলিবিদ্ধ ৪ মরদেহ উদ্ধার
পুলিশ বলেছে, হামলার ঘটনায় বেলগ্রেডের ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলের এক ছাত্রকে আটক করা হয়েছে। সন্দেহভাজন এই শিক্ষার্থী তার বাবার বন্দুক ব্যবহার করে হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ফের বন্দুক হামলা, নিহত ২
সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। এরই মধ্যে সন্দেহভাজন সপ্তম শ্রেণীর এক ছাত্রকে আটক করেছে। ওই ছাত্র তার বাবার বন্দুক ও গুলি ব্যবহার করে ছাত্রদের ও স্কুলের নিরাপত্তা রক্ষীর দিকে বেশ কয়েকটি গুলি ছুঁড়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
No comments: