প্রোটিয়া দলে ফেরার ইঙ্গিত ডু প্লেসির
দক্ষিণ আফ্রিকার জার্সিতে সবশেষ দুই বছর আগে খেলেছেন ফাফ ডু প্লেসি। সেবার মাঠে নেমে টেস্ট ফরম্যাটকে বিদায় জানান ডানহাতি এই ব্যাটার। যদিও ওয়ানডে এবং টি-টোয়েন্টি থেকে এখনও অবসর নেননি তিনি। মাঝে বেশ কয়েকবার জাতীয় দলে প্রত্যাবর্তনের গুঞ্জন ছড়ালেও সুযোগ পাননি প্রোটিয়া সাবেক এই অধিনায়ক।
তবে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের পোশাকে আবারও মাঠে নামার ইঙ্গিত দিলেন ডু প্লেসি। আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন তারকা এই ব্যাটার। যদিও জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ আগেও করেছিলেন ডু প্লেসি। তবে গত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০২১ ও ২০২২ সাল) তাকে ছাড়াই দল সাজানো হয়েছিল।
কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন কথা বলছে। দক্ষিণ আফ্রিকার নতুন কোচ রব ওয়াল্টার ডু প্লেসিকে জাতীয় দলে চাইছেন। এ কারণেই সাবেক অধিনায়কের সঙ্গে নিজে থেকেই যোগাযোগ করেছেন তিনি। বর্তমানে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দাপিয়ে বেড়াচ্ছেন ডু প্লেসি। ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।
জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়ে ডু প্লেসি বলেন, 'আমি খুবই কৃতজ্ঞ কেননা নতুন কোচ দলের অংশ হওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমার শারীরিক অবস্থা কী সেটা নিয়েই শুধু এখন কথা হয়েছে।'
সাম্প্রতিক সময়ে টেনিস এলবোর চোটে পড়েছিলেন ডু প্লেসি। এই ইনজুরিতে পড়ে বেশ ভুগছেন তিনি। এটার জন্যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেকশন দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার।
আগামী অক্টোবর মাসে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এই আসরেই ডু প্লেসিকে দলের সঙ্গে চান দক্ষিণ আফ্রিকান নতুন কোচ। যদিও ডু প্লেসি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।
কোচের সঙ্গে আলোচনার বিষয়ে ডু প্লেসি আরও বলেন, 'আমার সঙ্গে কথা হয়েছে শারীরিক বা মানসিকভাবে পুরোপুরি ফিট আছি কিনা সেটা নিয়ে। মনে হচ্ছে এই মুহূর্তে আমি ফিট। ৫০ ওভারের ক্রিকেট আসলে অন্য জিনিস। এটা লম্বা ফরম্যাট। মাঠে আপনাকে আরও বেশি সময় থাকতে হয়। আইপিএলের পর, বছরের পরের অংশে সেটা নিয়ে ভাবব। পরের বছরের জুলাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, সেটা নিয়েও কথা হয়েছে। এই জায়গায় খেলা নিয়ে আমরা দুজনই একমত। সেখানেই নজর থাকবে।'
দেশের হয়ে ৬৯ টেস্ট, ১৪৩ ওয়ানডে ও ৫০ টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন ডু প্লেসি। যেখানে তিন ফরম্যাট মিলিয়ে ২৩টি সেঞ্চুরিসহ ১২ হাজারের অধিক রান করেছেন তিনি।
Tag: English News games lid news world
No comments: