Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » পুতিন বাঙ্কারে, বাইরে তার মতোই দেখতে আরেকজন!




রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের ওপর হামলার পর সবার মধ্যে ঔৎসুক্য ছিল, হামলার সময় কোথায় ছিলেন পুতিন। কেবল সেই হামলার সময় নয়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নাকি পুতিন পারমাণবিক হামলা প্রতিরোধী বাঙ্কারে বেশির ভাগ সময় কাটান। প্রকাশ্যে তার বদলে হাজিরা দিয়ে যাচ্ছেন তার মতোই দেখতে আরেকজন। তবে ক্রেমলিন এই দাবিকে উড়িয়ে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবর, সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোয় এক সম্মেলনে দিমিত্রি পেসকভ পুতিনের বাঙ্কারে বাস করা এবং তার মতোই দেখতে আরেকজনের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়টিকে স্পষ্ট মিথ্যা বলে আখ্যা দেন। পেসকভ বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, তার (পুতিন) মতো দেখতে অনেকেই নাকি আছেন, যারা তার বদলে কাজ করছেন। আর পুতিন বাঙ্কারে রয়েছেন। এটা একটি মিথ্যা।’ আরও পড়ুন: পুতিন ‘গুরুতর অসুস্থ’, দাবি সাবেক ব্রিটিশ গোয়েন্দার পুতিনের কর্মস্পৃহা হিংসা ধরিয়ে দেয়ার মতো উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘আপনারা নিজেরাই জানেন, আমাদের প্রেসিডেন্ট কেমন। তিনি যেমন ছিলেন, এখনো তেমনই আছেন। খুবই সক্রিয়। তার সঙ্গে তাল মেলানো আশপাশের লোকজনের জন্য যথেষ্ট কষ্টসাধ্য।’ রাশিয়ার প্রেসিডেন্ট শারীরিকভাবে অসুস্থ—এমন দাবিকেও গুজব বলে উড়িয়ে দিয়েছে মস্কো। পেসকভ আরও বলেন, ‘তার কর্মস্পৃহাকে কেবল হিংসাই করা যেতে পারে। ঈশ্বর আশীর্বাদে তার সুস্বাস্থ্য বজায় রয়েছে, তার জন্য কেবল শুভ কামনাই জানানো যেতে পারে। অবশ্যই, তিনি কোনো বাঙ্কারে বাস করেন না। এটিও স্পষ্ট মিথ্যা।’ এর আগে, গত মাসে মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে দেখা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সে সময় শি বলেছিলেন, ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রুশ জনগণ আবারও পুতিনকে সমর্থন জানাবে, এ বিষয়ে তিনি নিশ্চিত। তবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ঘোষণা এখনো দেননি পুতিন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply