SponsorSlider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর শুরু
ভারত সফর শুরু করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল জারদারি ভুট্টো। বৃহস্পতিবার (০৪ মে) ভারতীয় শহর গোয়ায় পৌঁছেছেন তিনি। এর মধ্যদিয়ে দীর্ঘ এক যুগ পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ভারতে এলেন। প্রতিনিধি দলসহ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ছবি: সংগৃহীত আল জাজিরার প্রতিবেদন মতে, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ভারত সফর করছেন পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিলাওয়ালের সফর শুরুর বিষয়টি জানানো হয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আর কে কে আছেন তা বিস্তারিত জানানো হয়নি। ডনের খবরে জানানো হয়, এক দশকেরও বেশি সময় পর এটা পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর। সফরের প্রাক্কালে বিলাওয়াল বলেন, তিনি এসসিও-ভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি। আরও পড়ুন: পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ শিক্ষক নিহত বৃহস্পতিবার দুই দিনব্যাপী এসসিও’র ‘কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স’-এর সম্মেলন শুরু হয়েছে। চলবে শুক্রবার পর্যন্ত। ভারতের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে টুইটারে দেয়া এক পোস্টে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ভারত যাচ্ছি। এসসিও কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেব আমি। আমার এই ভারত সফর প্রমাণ করে যে, এসসিওর প্রতি পাকিস্তান কতটা প্রতিশ্রুতিবদ্ধ।’ এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের যে দায়িত্ব রয়েছে তার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যোগাযোগ, বাণিজ্য এবং সহযোগিতার মাধ্যমে সকলের জন্য লাভজনক পদক্ষেপ চাই। আরও পড়ুন: আস্থা ভোটে টিকে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এর আগে সর্বশেষ ২০১১ সালের জুলাই মাসে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার শান্তি আলোচনার জন্য ভারত সফর করেন। এরপর যতই সময় গড়িয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমশ তলানিতে নেমেছে। দীর্ঘ বিরতির পর বিলাওয়ালের এই ভারত সফরকে অনেক কারণেই ঐতিহাসিক ঘটনা বলে মনে করা হচ্ছে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply