দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এবার ৭.১ মাত্রার ভূমিকম্পের আঘাত
ফ্রান্সের মালিকানাধীন প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর প্রাথমিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
শনিবার (২০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ওই এলাকার আশেপাশ আরও বেশ কয়েকবার কেঁপে ওঠে (আফটার শক)।
অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপ ও অঞ্চলগুলোতে সুনামির কোনো সতর্কতা নেই।
আরও পড়ুন: দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প, ৪ দেশে সুনামি সতর্কতা
এর আগে শুক্রবার (১৯ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরজুড়ে আঘাত হানে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এর একটু পরই প্যাসিফিকি সুনামি সতর্কতা কেন্দ্র চারটি দেশের জন্য সুনামি সতর্কতা জারি করে। পাশাপাশি ফরাসি দ্বীপ নিউ ক্যালিডোনিয়ায়ও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে পরে তা তুলে নেয়া হয়।
ক্যালিডোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিভিল সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ সারা দেশে সুনামি সতর্কতা জারি করেছে। পুরো ক্যালিডোনিয়ার অধিবাসী, লয়াল্টি দ্বীপপুঞ্জ এবং মূল ভূখণ্ডের উপকূলে অবস্থিত সবাইকে সেখান থেকে সরে গিয়ে উঁচু স্থানে আশ্রয় নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
ভানুয়াতুর আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, ‘৭.৭ মাত্রার একটি ভূমিকম্প ১ থেকে ৩ মিটারের মধ্যে ধ্বংসাত্মক সুনামি তরঙ্গ সৃষ্টি করার সক্ষমতা রাখে।’ ভানুয়াতুর ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস ভানুয়াতু গোষ্ঠীর লোকজনকে যথাযথ পদক্ষেপ এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।
Tag: English News lid news others world
No comments: