উত্তরা থেকে মতিঝিলে মেট্রোরেল চলবে ডিসেম্বরে
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে ডিসেম্বর মাসে। এই সময়সীমা ধরে জুলাই মাসে এ পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন ছিদ্দিক।
বৃহস্পতিবার ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমটিসিএলের এমডি বলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল, সেখানে আমাদের কাজের অগ্রগতি ৯০ শতাংশের বেশি। স্টেশনভেদে মতিঝিল পর্যন্ত রুটের ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সেখানে প্ল্যাটফর্মে এক্সিট-এন্ট্রির কিছু কাজ, কিছু বৈদ্যুতিক কাজ চলছে।
এম এ এন ছিদ্দিক আরও বলেন, আমাদের টার্গেট ছিল ডিসেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা। আমরা এখন চাইছি আরেকটু আর্লি কমিশনিং করা যায় কি না।
ডিএমটিসিএল এমডি বলেন, এন্ডিং স্টেশন হিসেবে মতিঝিল ঠিক থাকছে। এরপর টেস্ট রান ও ওসিসির পরিস্থিতি বিবেচনা করে জুলাই থেকে যখন টেস্ট রান শুরু হবে, তখন বুঝতে পারব কোন স্টেশনগুলো খোলা থাকবে।
Tag: English News politics

No comments: