Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে বাস উল্টে সুপারভাইজার নিহত, আহত ১১ যাত্রী




বাস উল্টে সুপারভাইজার নিহত, আহত ১১ যাত্রী চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের বাস উল্টে সুপারভাইজার সাগর আলী (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের ১১ যাত্রী।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের সাধুহাটি নামকস্থানে ঘটে এ দুর্ঘটনা। ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী রয়েল এক্সপ্রেসের একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৫২৪২) যাত্রীবাহী বাসটি উল্টে যায় । দুর্ঘটনায় পরিবহনের সুপারভাইজার সাগর আলী (২৫) ঘটনাস্থলেই নিহত হয়ন। তিনি দর্শনার ইসলাম পাড়ার আহসান ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন পূর্বাশা পরিবহনের ১১ জন যাত্রী। স্থানীয়দের সহযোগীতায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার আকছেদ আলীর ছেলে গোলাম আজম পিনা (৫৭), চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শহরের সিঅ্যান্ডবি পাড়ার হাজী কামাল খানের ছেলে শাজাহান খান (৩৬), পৌর এলাকার সুমিরদিয়া নীলার মোড়ের শাহাদত হোসেনের স্ত্রী মেহেরুন নেছা (৩৫), চুয়াডাঙ্গা শহরের ঈদগাহ পাড়ার আব্দুল জলিলের ছেলে হামিদুল ইসলাম (৩৭), দর্শনা পুরাতন বাজারের রুস্তম আলীর ছেলে নাহিদ ফেরদৌস রনি (৪০), দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ার ফরজ আলীর ছেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্র মিরাজ (২২), জয়রামপুর মোল্লাপাড়ার ইব্রাহিম মন্ডলের ছেলে সাইদুর রহমান (২০), দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের পুতারপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে সাহাবুল হক (৬০), দামুড়হুদার বৌদ্যনাথপুর গ্রামের দিদার আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৩), আলমডাঙ্গার গোকুলখালির নুর ইসলামের ছেলে আলামিন হোসেন (২৪) এবং ঢাকার মোহাম্মদপুর এলাকার মৃত মহসিন তালুকদারের ছেলে তাকি তালুকদার (২২)। আহতদের মধ্যে রনিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন। দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের উদ্ধার করার সময় ফায়ার সার্ভিসের কর্মী হুসেন আলী আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত পূর্বাশা পরিবহনের আহত যাত্রী গোলাম আজম পিনা বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পূর্বাশা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের সাধুহাটি নামকস্থানে পৌঁছালে একই দিক থেকে যাওয়া রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে যায় পূর্বাশা পরিবহন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে দেখে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, আহতদের মধ্যে রনি নামের একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন। ঝিনাইদহের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে বাসের সুপারভাইজার সাগর আলী। যেহেতু দুর্ঘটনার স্থান ঝিনাইদহ জেলায়, সেকারণে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌছে আমরা উদ্ধার কাজ শুরু করি। একজন ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বাসের ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপাার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, ‘সোমবার (১৫ মে) রাত ১১টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৫২৪২) বাসটি ছেড়ে যায়। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বদরগঞ্জবাজার এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে। এতে আনুমানিক ১২ থেকে ১৫ জন যাত্রী গুরুত্র আহত ও বাসের সুপারভাইজার নিহতের খবর পাওয়া গেছে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply