Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ইউক্রেনের ‘বড় অভিযান’ ঠেকাতে শহরে শহরে দুর্গ গড়ছে রাশিয়া




রুশ বাহিনীর সামরিক অভিযানের জবাবে পাল্টা ‘বড় অভিযান’র জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। মস্কোর আশঙ্কা, পশ্চিমা সহায়তায় পুষ্ট ইউক্রেনীয় বাহিনী খুব শিগগিরই রাশিয়ার ওপর বড় ধরনের হামলা চালাতে পারে। আর সেই হামলা ঠেকাতে এরই মধ্যে নানা তৎপরতা শুরু করেছে রুশ বাহিনী। বিবিসি বলছে, রাশিয়ার এই তৎপরতা মূলত প্রতিরক্ষামূলক। চারপাশে পরিখা খনন ও বাংকার নির্মাণসহ হামলা ঠেকানোর নানা ব্যবস্থার মধ্যদিয়ে কয়েকটি শহরকে দুর্গ হিসেবে গড়ে তুলছে রুশ বাহিনী। উপগ্রহ থেকে ধারণ করা শতাধিক ছবিতে উঠে এসেছে এসব চিত্র। ছবিগুলো যাচাই করে দেখা গেছে, গত অক্টোবর থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে দেশটির সম্ভাব্য হামলা মোকাবিলায় নানা প্রস্তুতি নেয়া শুরু করেছে রুশ বাহিনী। আরও পড়ুন: রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের অন্তর্ঘাতী বাহিনীর সদস্যরা স্যাটেলাইট ছবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চার এলাকায় ইউক্রেন হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে রাশিয়া। এসব এলাকার মধ্যে রয়েছে ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম তীর, ইউক্রেনের দক্ষিণ–পূর্বাঞ্চলের তোকমাক শহর, তোকমাকের পশ্চিমে ই–১৫০ মহাসড়ক ও মারিউপোলের উত্তরে রিভনোপিল গ্রাম। ক্রিমিয়ার পশ্চিম তীর ২০১৪ সাল থেকে ক্রিমিয়া দখল করে রেখেছে রাশিয়া। সমুদ্রসৈকতের জন্য পরিচিত এই উপদ্বীপটি। তবে সৈকতে এখন আর বিনোদনের কোনো চিহ্ন চোখে পড়বে না। বরং দেখা যাবে, উপকূলের ২৫ কিলোমিটার এলাকাজুড়ে প্রতিরক্ষামূলক নানা অবকাঠামো। যা তৈরি করেছে রুশ সেনাবাহিনী। ম্যাক্সার উপগ্রহ থেকে ধারণ করা একটি ছবিতে দেখা যায়, সৈকত ঘেঁষে সারি বেঁধে রাখা হয়েছে পিরামিড আকৃতির ছোট ছোট কংক্রিটের ব্লক। ট্যাংক ও অন্যান্য সামরিক যানের পথ আটকাতেই এই ব্যবস্থা। এর পেছনেই একটু দূরে খোঁড়া হয়েছে পরিখা। পরিখা লাগোয়া অনেক বাংকার। প্রতিপক্ষের হামলা থেকে সুরক্ষা পেতে এই পরিখা ও বাংকার করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply