ইউক্রেনের দুই জেনারেলকে হত্যার দাবি রাশিয়ার
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির দুই জেনারেল ও ৫০ জন সেনা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করেছে, ‘হালনাগাদ তথ্য অনুযায়ী ক্রামাতোরস্কে ২৭ জুনের (মঙ্গলবার) হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর দুই জেনারেল ও ৫০ জনের মতো কর্মকর্তা নিহত হয়েছেন। হামলায় বিদেশি ২০ জন ভাড়াটে যোদ্ধা ও সামরিক উপদেষ্টাও নিহত হন।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৫৬তম পৃথক সাঁজোয়া পদাতিক ব্রিগেডের অস্থায়ী মোতায়েন কেন্দ্রে নিখুঁত এ হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনীগুলো।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লে. জেনারেল ইগর কোনাশেনকভ আরও দাবি করেন, হামলার সময় সেখানে এই সামরিক কর্মকর্তাদের ‘স্টাফ বৈঠক’ চলছিল।
চলতি সপ্তাহে ক্রামাতোরস্কে একটি পিৎজা রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ হামলায় কয়েক ডজন আহত হয়েছেন।
ইউক্রেনের গোয়েন্দা বিভাগ এসবিইউ’র বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ওই ঘটনায় রাশিয়ার কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে স্থানীয় এক বাসিন্দাকে সংস্থাটি গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন
ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০
ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ ভবন
ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাটি দাবি করেছে, ওই হামলার লক্ষ্য ছিল বেসামরিক নাগরিকদের হত্যা করা।
তবে রাশিয়া এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। দেশটি জোর দিয়ে বলে আসছে, মস্কোর বাহিনীগুলো শুধু সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানছে।
No comments: