হৃদয় জুড়ানো ব্যাটিংয়ে শান্তর তৃতীয় সেঞ্চুরি
নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি। ছবি-বিসিবি
নাজমুল হোসেন শান্ত, সমালোচনাকে পেছনে ফেলে সময়ের সঙ্গে ভরসার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন। ওয়ানডে, টি-টোয়েন্টির মতো টেস্টেও শান্ত এখন আস্থার অপর নাম। সেই আস্থার প্রতিদান হিসেবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন শান্ত, যা তার টেস্ট ক্যারিয়ারে তৃতীয় শতক।
আজ বুধবার (১৪ জুন) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার জাকির হাসানের উইকেট হারায় বাংলাদেশে। তবে, শান্ত এসে মাহমুদুল হাসান জয়কে সঙ্গী করে দারুণ এক জুটি গড়ে সেই চাপ সামাল দেন। গড়ে তোলেন শতরানের জুটি।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৬৪ রানের অপরাজিত শান্ত, বিরতি শেষে ফিরেই দৃষ্টিনন্দন সব শটে ১১৮ বলে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় শতক। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। জয়ের সঙ্গে ইতোমধ্যেই ১৫০ রানের জুটি গড়েছেন শান্ত। ১০২ বলে ফিফটি পূরণ করেছেন আরেক ব্যাটার জয়।
২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলেছিল বাংলাদেশ। যদিও সেই ম্যাচে হারের স্বাদ পেতে হয় সাকিব-তামিমদের। চার বছর পর আবারও প্রতিপক্ষ সেই আফগানিস্তান। বাংলাদেশের সামনে সুযোগ প্রতিশোধ নেওয়ার
Tag: English News lid news national
No comments: