যুক্তরাষ্ট্র সফর শেষে মিশরে মোদি
যুক্তরাষ্ট্র সফর শেষে দুইদিনের রাষ্ট্রীয় সফরে মিশরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৪ জুন) তিনি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলি। এ সময় মোদিকে গার্ড অব অনারও দেয়া হয়।
ব
গত ২৬ বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী মিশরে সফর করছেন। আগামীকাল রোববার (২৫ জুন) মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে দ্বিপাক্ষিক করবেন মোদি।
এর আগে মঙ্গলবার (২০ জুন) তিনদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যান ভারতের প্রধানমন্ত্রী। পরদিন বুধবার (২১ জুন) বিশ্ব যোগ দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতর প্রাঙ্গনে যোগব্যয়ামের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
আরও পড়ুন: মোদির যুক্তরাষ্ট্র সফরে যেসব সমঝোতা সই হলো
এর পরদিন বৃহস্পতিবার (২২ জুন) ওয়াশিংটনে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। মোদি ও জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি, সমঝোতা সই ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুদেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছে, তার মধ্যে বেশিরভাগই সামরিক।
একই দিন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি। সফরের তৃতীয়দিন শুক্রবার (২৩ জুন) মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের আমন্ত্রণে পররাষ্ট্র দফতরে এক মধ্যাহ্নভোজে অংশ নেন মোদি।
Tag: English News others world

No comments: