মিনায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করবেন হাজীরা
পাঁচদিন ব্যাপী পবিত্র হজের চতুর্থ দিনে মিনায় শয়তানের উদ্দেশে প্রতীকী পাথর নিক্ষেপ করেন হজপালনকারীরা। এ দিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হয় হজের মূল আনুষ্ঠানিকতা।
মুজদালিফায় ফজরের নামাজ শেষ করে এরইমধ্যে মিনার পথে রওয়ানা হয়েছেন মুসুল্লীরা। সেখানে জামারায় বড় শয়তানের উদ্দেশে প্রতীকী সাতটি পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দেবেন হজপালনকারীরা।
এরপর মাথা মুন্ডনের করে সেলাইবিহীন ইহরাম খুলে ফেলবেন হাজীরা। পরে তারা হজের তৃতীয় বা শেষ রুকন আদায়ের জন্য মিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করবেন।
এরআগে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে ইবাদতে কাটান মুসুল্লীরা। খুতবায় অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়। এ বছর বিশ্বের ১৬০টি দেশের ২৫ লাখেরও বেশি মুসলমান অংশ নেন হজে।
Tag: English News Featured world

No comments: