মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, তারপর…
মাঝ আকাশে চলন্ত বিমানের কার্গো দরজা খুলে বাতাস ঢুকে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক যাত্রীর মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিওটি ব্রাজিলের একটি বিমান সংস্থার এক ফ্লাইটের। খবর এনডিটিভির।
বিমানের কার্গো দরজা খুলে যাওয়ার পরও যাত্রীদের শান্ত অবস্থায় বসে থাকতে দেখা গেছে। ছবি: ভিডিও থেকে নেয়া
প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বিমানের কার্গো দরজা খুলে যাওয়ায় প্রচণ্ডগতিতে বাতাস ঢুকছে বিমানের ভেতরে। সেখানে দেখা যায়, উড়োজাহাজে যাত্রীরা বসে আছেন। ভেতরে প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে।
বিমানের একজন যাত্রী ক্যামেরা ঘুরানোর সঙ্গে সঙ্গে দেখতে পান, বিমানটির দরজা নেই। কার্গো দরজাটি খোলা। আর সেখান দিয়েই আসছে বাতাস। ব্রাজিলের সংগীতশিল্পী ও গীতিকার তিয়েরি সতীর্থদের সঙ্গে ওই ফ্লাইটে ছিলেন।
ভিডিওটি গত ১২ জুন ব্রাজিলের সাও লুইস থেকে সালভাদর যাওয়ার একটি ফ্লাইটে রেকর্ড করা হয়।
আরও পড়ুন: বিমান দুর্ঘটনার ৪০ দিন পর উদ্ধার শিশুরা শঙ্কামুক্ত, ভাসছে প্রশংসায়
ভয়ংকর এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছে ব্রেকিং এভিয়েশন নিউজ অ্যান্ড ভিডিওস নামের একটি অ্যাকাউন্ট। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, কার্গো দরজা খুলে যাওয়ার পর সংগীতশিল্পী ও গীতিকার তিয়েরিকে বহনকারী বিমানের ফ্লাইটটি সাও লুইস বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
আরেকটি টুইটার পোস্টে লেখা হয়েছে ‘তিয়েরি ও তার ব্যান্ড দলের সদস্যরা মারানহাও এর সাও লুইসে অনুষ্ঠান শেষ করে এনএইচআর ট্যাক্সি অ্যারেরো পরিচালিত দ্য এমব্রায়ের-১১০ ফ্লাইটে ফিরছিলেন। তখনই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হন তারা।’
No comments: